চট্টগ্রামের সন্দ্বীপে টানা দুই ঘণ্টা বজ্রপাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত সন্দ্বীপে টানা দুই ঘণ্টা বজ্রপাত হয়। এতে গোটা এলাকায় আতঙ্ক দ♑েখা 🔜দেয়।
স্থানীয় স𝕴ূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের পর থেকেই সন্দ্বীপে🧔 আবহাওয়া গুমট ছিল। সন্ধ্যা নামতেই শুরু হয় তুমুল বজ্রবৃষ্টি। এর মধ্যে সন্ধ্যা ৭টা থেকে শুরু হয় ব্যাপক বজ্রপাত। দুই ঘণ্টা তাণ্ডবের পর রাত পৌনে ৯টার দিকে বজ্রপাত কিছুটা কমে আসে।
টানা বজ্রপাতে এলাকায় আতঙ্ক দেখা দেয়। তবে বজ♛্রপাতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। উপজেলার সবুজ চর এলাকার চারণভূমিতে একটি মহিষের মৃত্যু হয়েছ𓂃ে বলে জানিয়েছেন মহিষের মালিক নিজাম উদ্দিন।
স্থানীয়রা জানিয়েছেন, ১০-১৫ বছর আগের তুলনায় বর✨্তমানে বজ্রপাতের ঘটনা বেড়েছে কয়েক গুণ।
আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক নুরুল করিম জানান, বৈশ্বিক তাপমাত্রা বৃদ𓄧্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বজ্রপাতের🐟 মাত্রা বাড়ছে। কিছুটা ফানেলের মতো জায়গায় সন্দ্বীপের অবস্থান। বাতাসের প্রবাহের বিষয়টি বিবেচনা আনলে তা মেঘের চলাচলেও প্রভাব ফেলতে পারে। বজ্রপাতের ক্ষেত্রেও এটির কিছু প্রভাব পড়তে পারে।