• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এক ইলিশের দাম সাড়ে ৯ হাজার টাকা!


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৭:২৯ পিএম
এক ইলিশের দাম সাড়ে ৯ হাজার টাকা!

গভীর সমুদ্রে জꩲেলের জালে ৩ কেজি ওজনের বড় সাইজের একটি ইলিশ ধরা পড়ে। পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে হাক ডাকে মাছটি সাড়ে ৯ হাজার টাকা বিক্রি হয়।

রোববার (২৪ সেপ্টꦛেম্বর) বিকালে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য সংবাদ প্রকাশকে নিশ্চিত করেন।

জানা যায়, বঙ্গোপসাগরের সুন্দরবনের কচিখালী এলাকায় এফবি♓ শহিদ নামের ট্রলারে জেলের জালে ৩ কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়ে। সকাল ১০টার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে ইলিশটি বিক্রি করতে নিয়ে আসেন ট্রলারের মালিক ও মাঝি শহিদুল ইসলাম। পরে মাছটি সাড়ে ৯ হাজার টাকায় কিনে নেন শহিদ মোল্লা নামের এক মৎস পাইকার।

ট্রলার মালিক শহিদুল ইসলাম সংবাদ প্রকাশকে বলেন, “গভীর বঙ্গোপসাগর রোববার সকালে জেলেরা জাল টানতে গেলে অন্যান্য মাছের সঙ্গে বড় সাইজের ৩ কেজি ♐ওজনের মাছটি জাল💫ে উঠে আসে।”

স্থানীয় পাইকার শহিদ মোল্লা সংবাদ প্রকাশকে বলেন, “পাথরঘাটা বিএফডিসির ঘাটে ছগির মিয়া নিলাম ডাকা শুরু করেন এবং নিলামে সর্বোচ্চ দামে সাড়ে🔥 ৯ হাজার টাকায় আমি🥃 মাছটি ক্রয় করি।”

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব সংবাদ𒐪 প্রকাশকে বলেন, “সারা দেশের মতো বরগুনাতেও সরকারি নিষেধাজ্ঞা প্রশাসন, পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযান সফল হয়েছে। গভীর সমুদ্রে এখন প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ছে। এসব ইলিশের সাইজ অনেক বড় দেখে যাচ্ছে। ধারণা করছি সামনের সময়গুলোতে জেলেদের জালে আরও বড় বড় সাইজꦦের ইলিশ ধরা পড়বে।”

Link copied!