• ঢাকা
  • বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ২২ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৫ কোটি টাকা নিয়ে জনতা ব্যাংকের পিয়ন উধাও


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৯, ২০২৩, ০৬:৫৩ পিএম
৫ কোটি টাকা নিয়ে জনতা ব্যাংকের পিয়ন উধাও
অভিযুক্ত পিয়ন রঞ্জু আকন্দ

সিরাজগঞ্জের শাহজাদপুরে জনতা ব্যাংকের💧 পিয়ন রঞ্জু আকন্দের বিরুদ্ধে গ্রাহকের প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

🎉রোববার (৯জুন) সকালে জনতা ব্যাংক শাহজাদপুর শাখায় প্রায় শতাধিক ভুক্তভোগী ✅গ্রাহক তাদের জমাকৃত অর্থ একাউন্টে দেখতে না পেয়ে ব্যবস্থাপকের কার্যালয় ঘেরাও করেন। পরে পুলিশ এসে ভুক্তভোগীদের অভিযোগ শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

রঞ্জু আকন্🔯দ পৌর সদরের পাড়ক𒁏োলা গ্রামের মৃত নুরুল আকন্দের ছেলে।

ভুক্তভোগী গ্রাহকরা জানান, রঞ্জু আকন্দ দীর্ঘদিন ধরে জনতা ব্যাংকের শাহজাদপুর শাখার পিয়ন হিসেবে কর্মরত রয়েছেন। তিনি গ্রাহকদের সহযোগিতা করার কথা বলে তাদের জমাকৃত টাকা নিজের কাছে রেখে ব্যাংকের সিল-স্বাক্ষর মেরে রিসিভ কপি গ্রাহককে দিয়ে দিতেন। আবা♉র গ্রাহকরা টাকা উত্তোলন করতে এলে চে✱ক নিয়ে নিজের কাছ থেকে টাকা দিয়ে দিতেন।  

ভুক্তভোগীদের অভিযোগ, এভাবে অনেক প্রবাসীর লাখ লাখ টাকা ব্যাংকে জমা রাখার কথা বলে তা অ্যাকাউন্টে না দিয়ে নিজেই আত্মসাত করেছেন পিয়ন রঞ্জু আকন্দ। &n🅠bsp;

ব্যাংকের ক্যাশিয়ার, ম🐈্যানেজার ও অন্যান্য কর্মকর্তাদের যোগসাজশে এই ৫ কোটি টাকা লোপাট করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

এ ব্যাপারে জনতা ব্যাংক শাহজাদপুর শ꧒াখার ব্যবস্থাপক জেহাদুল ইসলাম বলেন, “পিয়ন রঞ্জু আকন্দ ব্যাংকের নকল সিল তৈরি করে গ্রাহকদের টাকা আত্মসাত করেছে। সে ব্যাংকের এমডির আত্মীয় পরিচয় দিয়ে সবাইকে জিম্মি করে অপকর্ম করেছে।”

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মক🅰র্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা জানান, ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী প্রতারক রঞ্জুকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Link copied!