• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ২২ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কমতে শুরু করেছে পানি, দেখা দিচ্ছে ক্ষত


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪, ০৬:০৫ পিএম
কমতে শুরু করেছে পানি, দেখা দিচ্ছে ক্ষত

ফেনীতে বন্যাকবলিত নিম্নাঞ্চল ও নদীর তীরবর্তী এলাকায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। জেলার দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা💜র কিছু অংশে লোকালয়ে এখনো পানি থাকলেও অন্যান্য উপজেলার বেশিরভাগ এলাকায় বন্যার পানি নেমে গেছে। তবে পানি কমলেও দেখা দিচ্ছে ক্ষত।

তাছাড়া বন্যাকবলিত অনেক এলাকায় খাদ্য, নিরাপদ পানির সংকট ও বিদ্যুৎ সংযোগ꧋ না থাকায় বানভাসি মানুষের ভোগান্তি এখনো কমেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্যায় প্লাবিত হওয়া পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার কোথাও কোথাও এখনো পানি রয়েছে। সড়কে যানচলাচল স্বাভাবিক না হওয়ায় ট্রলি ও ট্রাকে করে গন্তব্যে পাড়ি দিচ্ছেন মানুষ। দাগনভূঞা উপজেলায় বন্যার পানি কমলেও রাজাপুর, সিন্দুরপুর, পূর্ব চন্দ্রপুর, রামনগর, ইয়াকুবপুর, মাতুভূঞা, জায়লস্কর, সদর ইউনিয়ন ও পৌরসভার কিছু স্থানে মানুষ এখনো পানিಞবন্দী রয়েছেন।

জেলার সোনাগাজী উপজেলার সুলাখালী, মান🌃োমিয়ার বাজার এলাকা, ডাকাবাংলা থেকে ভোর বাজার সড়ক, আমিন উদ্দিন মুন্সি বাজারের আশপাশ, মতিগঞ্জ বাজার, ভোয়াগ গ্রাম, ইসলামপুর এখনো পানিবন্দী শত শত পরিবার। এছাড়া ফেনী সদর উপজেলার ধলিয়া ও মোটবী, কালিদহ ও ফাজিলপুর ইউনিয𝄹়নের অনেক এলাকায় এখনো পানি নামেনি। এসব এলাকায় কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর পানি রয়েছে।

ফেনী জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বন্যায় জেলায় ১০ লাখ মানুষ ক💛্ষতিগ্রস্ত হয়েছেন। তার মধ্যে দেড় লাখ মানুষকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। দুর্গম এলাকায় হেলিকপ্টারে করে খাবার পাঠানো হচ্ছে। জেলায় একটি এবং ৬ উপজেলায় ছয়টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া বেসরকারি সাতটি হাসপাতালে মেডিকেল ক্যাম্প চালু রয়েছে।

পরশুরাম উপজেলার টেটেশ্বর এলাকার বাসিন্দা আবুল হাসে🎃ম বলেন, “বন্যার পানি থেকে বাঁচলেও এখন মনে হয় খাবারের জন্য মরতে হবে। রান্না করার মতো কোনো পরিস্থিতি নেই। ঘরে থাকা চাল ডাল, ধানসহ অন্যান্য জিনিসপত্র পানিতে ভিজে গেছে। আবার টাকা থাকলেও সরবরাহ না থা♚কায় বাজারে প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে না।“

একই উপজেলার বীরচন্দ্র নগর গ্রামের বাসিন্দা মীর হোসেন বলেন, “পরিস্থিতি স্বাভাবিক হলেও দশ দিন ধরে বিদ্যুৎ নেই। নেটওয়ার্ক না থাকায় স্বজনদের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। গ্যাস সংকট আ🃏বার চার্জ দিতে না পারায় সিএনজি বা ব্যাটা꧟রিচালিত অটোরিকশাগুলোও বন্ধ রয়েছে।”

ফেনী সদরের শর্শদি ইউনিয়নের উত্তর আবুপুর গ্রামের বাসিন্দা নিয়াজ আহম্মদ বলেন, “বাড়ꦺির সামনে এখনো কোমর পানি। কোনো ধরনের ত্রাণসামগ্রী পাইনি। শহরের একপাশে হওয়ায় এদিকে কেউ আসছে না। খুব খারাপ সময় পার করছি আমরা।“

বন্ধুয়া এলাকার বাসিন্দা মো. সাকিব বলেন, “আশ্রয়কেন্দ্রে এখনো শত শত পরিবার। প্রচুর পরিমাণ ত্রাণের গাড়ি এলেও প্রত্যন্ত এলাকার মানুষজন এখনো খাবার পাচ্ছে না। সঠিকভাবে সমনℱ✱্বয় করা গেলে আমাদের এতটা দুর্ভোগে পড়তে হতো না।”

বন্যা পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা বলেন, “পরিস্থিতি উন্নতি হচ্ছে। অস্থায়ী আশ্রয়🌞কেন্দ্রগুলোতে খাবার সরবরাಌহ করা হচ্ছে। যারা নিজ উদ্যোগে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন তাদের কাছে শুকনো খাবার, পানি পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে।”

এ ব্যাপারে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, “সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, ♈র্যাব, ছাত্রꦏ-জনতার চেষ্টায় উদ্ধার এবং খাদ্য সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। দুর্গম এলাকায় হেলিকপ্টারে খাবার পাঠানো হচ্ছে। এছাড়া বন্যায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।”

Link copied!