• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারমুক্ত হলো ইউসিবি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ০৯:৫৬ এএম
সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারমুক্ত হলো ইউসিবি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার পরিবারের দখল থেকে মুক্ত করা হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্✃যাংক (ইউসিবি)। মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংক ইউসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে।

বিলুপ্ত এই ১৮ সদস্যের বোর্ডে আধিপত্য বিস্তার করে ছিল সাইফুজ্জামানের পরিবারের সদস্যরা। বোর্ডে অন্যান্যদের মধ্যে ছিলেন সাইফুজ্জামান🎃ের বোন রোকসানা জামান চৌধুরী, আত্মীয় আনিসুজ্জামান চৌধুরী ও আসিফুজ্জামান চৌ🉐ধুরী। সাইফুজ্জামানের স্ত্রী রুখমিলা জামান গত ১৬ আগস্ট পর্যন্ত ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ব্যাংকিংখাতের অভ্যন্তরীণরা জানান, 🎐ব্যাংকটির বোর্ডে সাইফুজ্জামানের পরিবারের একটি অংশকে টিকিয়ে রাখতে সম্প্রতিই পরিবর্তন আনা হয়েছিল।

তারা জা✅নান, কেন্দ্রীয় ব্যাংক ইউসিবির বোর্ড ভেঙে দেওয়ার কয়েক ঘণ্টা আগে একই কারণে♓ বেসরকারি ব্যাংকটি নিজেরাই তাদের বোর্ড পুনর্গঠন করেছে।

অভ্যন্তরীণ সূত্রে💖 জানা যায়, কয়েক বছর ধরে সꦡাইফুজ্জামান ব্যাংকের ঋণ অনুমোদনসহ বিভিন্ন কার্যক্রমকে প্রভাবিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক ইউসিবির দুই শেয়ারহোল্ডার পরিচালক ও তিনজন স্বতন্ত্র পরিচালকসহ পাঁচ সদস্যে๊র একটি বোর্ড গঠন করেছে।

ন্যাশনাল ফাইন্যান্সের চেয়ারম্যান শরীফ জহিরকে শেয়ারহোল্ডার🥃 পরিচালক করা হয়। তিনি অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউসিবির সাবেক ভাইস-চেয়ারম্যান। এ ছাড়া ইউসিবির সাবেক চেয়ারম্যান প্রয়াꦗত হুমায়ুন জহিরের  ছেলে তিনি।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পরিচালক মোꦯ. তানভীর খান অপর শেয়ারহোল্ডার পরিচালক।

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী⛎ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ওবায়🐭দুর রহমানকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাং𝓡ক থেকে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালককে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা অনুযায়ী, আমানতকা🎐রীদের স্বার্থ রক্ষা ও সুশাসন নিশ্চিত করার জন্য নতুন এই বোর্ড গঠন করা হয়েছে।

যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে সকলের জন্য উন্মুক্ত তথ্য বিশ্লেষণ করে দ্য ডেইলি স্টার দেখতে পেয়েছে যে দেশটিতে সাইফুজ্জামান অন্তত ২৬০টি সম্প��ত্তি কিনেছেন, যার মূল্য প্রায় ১৩৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড বা এক হাজার ৮৮৮🐭 কোটি টাকা।

আওয়ামী লীগের এই তিনবারের সংসদ সদস্য🅠ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ব্যক্তিগত স্বার্থে ইউসিবিকে ব্যবহার করতেন।

বাংলাদেশ ফ♏িন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেখেছে, সাইফুজ্জামান ও রুখমিলা যুক্তরাষ্ট্র ও দুবাইতেও বিপুল সম্পদ কিনেছেন।

সাইফুজ্জ🍃ামান এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুꩵল আলমের আত্মীয়।

গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে এস আলম গ্রুপের আধিপত্য থেকে বের করে আনা হয়েছে। মঙ্গলবার এই দুই ব্যাংকের🍃 বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর ℱআগে ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ ও সোশ্যাল ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠন করে ♏এস আলম গ্রুপের কবল থেকে মুক্ত হয়।

Link copied!