পাবনায় নারী রোগীকে যৌন🐽 হয়রানির অভি🐻যোগে এক চিকিৎসক ও এক ক্লিনিক মালিককে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ জুলাই) বিকেলে পাব🎐না সদর থানার পাশে অবস্থিত নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টার থেকে ত💦াদের আটক করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ꧒্ত কর্মকরꦕ্তা (ওসি) রওশন আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও পাবনা শহরের শ🍷ালগাড়িয়া ইংলিশ রোডের বাসিন্দা জীবন আলী এবং শহরের শালগাড়িয়া এলাকারജ বাসিন্দা ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক শোভন সরকার।
ভুক্তভোগীর লিখিত অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার দুপুরে ওই নারী তার স্বামীর সঙ্গে নিউ মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করাতে আসেন। ওই নারীকে নির্ধারিত কক্ষে নিয়ে যৌন নিপীড়ন ও যৌন উত্তেজনামূলক কথা বলেন চিকিৎসক। সঙ্গে সঙ্গে❀ রোগী বাহিরে এসে বিষয়টি তার স্বামীকে জানালে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ সময় রোগী ও তার স্বামীকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেয় ওই চিকিৎসক ও ক্লিনিকের মালিক। পরে ভুক্তভোগী পুলিশের আশ্রয় নেন।
ওসি ꦐরওশন আলী বলেন, “অভিযোগের ভিত্তিতে ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও ꩲচিকিৎসককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আজ রোববার তাদের আদালতে সোপর্দ করা হবে।”