• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৪, ২১ ভাদ্র ১৪৩১, ৩০ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাজার দখল নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪, ০১:১৪ পিএম
বাজার দখল নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চ꧂ল শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থেমে থেমে দুই গ্রুপের সংঘর্ষে নারী ও কিশোরসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় গু♔লি ও টেঁটার আঘাতে আহত হন কমপক্ষে ৩০ জন। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোরে সায়দাবাদ গ্রামে এ𒆙ই ঘটনা ঘটে।

নিহতের তথ্য নিশ্চিত করেন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নুরউদ্দিন মো. জা🍸হাঙ্গীর। 

নিহতরা হলেন শ্রীনগর এলাকার দিরুজা বেগম (৩৫), জুনাইদ মিয়া (১৫), আꦿনিস মিয়া (৩০) ও𓆏 আমির হোসেন (৭০)। নিহত ৪ জনের দুজন সাবমিয়া গ্রুপের এবং বাকি ২ জন কোন গ্রুপের তা জানা যায়নি।

স্থানীয়রা জানান, শ্রীনগরের সায়দাবাদ বাজার দখলকে কেন্দ্র করে গত ২ মাস ধরে একই এলাকার হানিফ মাস্টার গ্রুপ এবং সাবমিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বের𒈔 জেরে বুধবার (২১ আগস্ট) সকাল থেকে দুই গ্রুপের মধ𝄹্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। বুধবার দিবাগত রাতে সেটি টেঁটাযুদ্ধে রূপ নেয়। সবশেষ আজ ভোরে ৪ জন নিহত হন।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়েত হোসেন পলাশ বলেন, আধিপত্য ব🐓িস্তারকে কেন্দ্রকরে দু-পক্ষের সংঘর্ষের সময় চারজন নিহত হয়েছে। এসময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ কাজ করছে।

Link copied!