• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পটকা ফুটানো নিয়ে বিরোধে কিশোর নিহত


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩, ০৫:১২ পিএম
পটকা ফুটানো নিয়ে বিরোধে কিশোর নিহত

বর🔯িশালে পটকা ফুটা♛নো নিয়ে বিরোধে জেরে তিন কিশোরের মারধরে আরেক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ক💖িশোরের মৃত্যু হয়। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে ൩পুলিশ।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদ♓ন্ত) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রমজান আলী বেপারী নগরীর হাজেরা খাতুন স্কুল সড়কের বাসিন্দা বাদল বেপ𒐪ারীর ছেলে। ১৪ বছরে༒র এই কিশোর ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিল।

পরিদর্শক লোকমান বলেন, নগরীর নথুল্লাবাদ লুৎফর রহমান সড়কের হাজেরা খাতুন স্কুলের পেছনে ﷺবালুর মাঠ রয়েছে। সেখানে পটকা ফুটানো নিয়ে রমজানের সঙ্গ🌱ে তিন কিশোরের দ্বন্দ্ব হয়।

এর জেরে বৃহস্পতিবার (১৩ এপ🎃্রিল) রাতে স্কুলের পেছনে রমজানের মাথায় ঘুষি ও পেটে লাথি দেওয়াসহ মারধর করে তিন কিশোর। এতে রমজান অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে তার অবস্থা গুরুতর হলে শুক্রবার 🧜সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হ♕াসাপাতালের আইসিউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আধঘণ্টা পর রমজানের মৃত্যু হয়।

পরিদর্শক লোকমান আরও বলেন, ঘটনার পর মহানগর পুলিশের কাউনিয়া থানা দু🅘ই কিশোরকে আটক করে তাদের কাছে সোপর্দ করেছে। তাদের একজনের বয়স ১২ বছর, অপর জনের ১৪।

নিহত কিশোরের বাবা বাদল বেপারী বলেন, তিনি তিন কিশোরকে আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা করবেꦍন। ‍

Link copied!