দেশের বেসরকারি টেলিভিশনের চ্যানেলগুলোতে বাংলাদেশ টে✅ল𓄧িভিশনের (বিটিভি) দুপুর ২টার খবর সম্প্রচারের প্রয়োজন নেই।
বুধবারඣ (১৮ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি𒐪 আদেশ জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) মো. নিজামুল কবির এ আদেশে স্বাক্ষর করেছেন।
এতে বলা হয়, বাংলাদেশ টেলিভিশ෴নের (বিটিভি) দুপুর ২টার খবর বেসরকা💝রি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই মর্মে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা অভিমত ব্যক্ত করেছেন। বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো।
সরকারি নির্দেশে এতদিন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিটিভির দুপুর ২টার খবর প্রচার হতো। সরাসরি না হলেও রেকর্ড করা ২টার খবর দেশের বেসরকারি টিভি চ্যানেলগুলো সুবিধাজনক সময়ে প্রচার✃ করত।