বিশ্ব ফুটবলে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম লামিনে ইয়ামাল। রোববার রাতে ইয়ামালদের স্পেন চলতি ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। এদিকে সোমবার ভোরে আর্জেন্টিনা চলতি কোপা আমেরিকা ꦫআসরের ফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়ার। ইয়ামাল এক রেডিওতে স্বাক্ষাৎকারে এই দুই ফাইনাল নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, `আমি চাই কোপার শিরোপা জিতুক আর্জেন্টিনা। আর ইউরোতে আমরাই চ্যাম্পিয়ন হতে চাই।` আজ ১৩ জুলাই ইয়ামালের জন্মদিন। ফাইনাল জিতে নিজের জন্মদিনটা রাঙাতে চান ১৭ বছরে পা দেওয়া ইয়ামাল। মেসির কোলে শিশু ইয়ামালের ছবিটি এতো বছর পর কেন প্রকাশ করা হলো? এমন প্রশ্নের উত্তরে ইয়ামাল বলেন, আসলে আমার বাবা মনে করেন মেসির মতো বিশ্বসেরা তারকার সঙ্গে তুলনা হয়ে যায় বলেই তিনি প্রকাশ করেননি ছবিটা। মেসি খেলেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে, আর ইয়ামাল খেলেন বার্সেলোনায়। ফলে তাদের মুখোমুখি হওয়ার আপাতত সম্ভাবনা নেই। ইয়ামাল বলেন, "আর্জেন্টিনা কোপায় এবং আমরা ইউরোতে চ্যাম্পিয়ন হলে সুযোগ থাকবে `ফিনালিসিমায়` খেলার।" ফিনালিসিমা হলো কোপা ও ইউরোর শিরোপা জয়ী দুই দলের মধ্যে একটি লড়াই।