ফ্রান্সের ক্ষুদে বিশ্ব ফুটবল তারকা লামিনে ইয়ামাল ইউরোপীয় চ্যাম্পিয়ন𒐪শিপে এসেছেন যেন রেকর্ডবুক নতুন করে লেখার জন্য। বিস্ময়কর🎐 দক্ষতা এবং পরিপক্কতা দিয়ে প্রতিটি ক্ষেত্রেই নিজের শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ ঘটাতে শুরু করে দিয়েছেন বিস্ময়বালক ইয়ামাল।
রোববার ইউরো ফাইনাল খেল𒊎তে নামার আগেরদিন আজ শনিবার (১৩ জুলাই) ১৭তম জন্মদিন পালন করছেন ইয়ামাল। ইংল্যান൲্ডের বিপক্ষে যখন তিনি ফাইনাল খেলতে নেমেই বিরল একটি রেকর্ড গড়ে ফেলবেন। যে রেকর্ডটি ৬৬ বছর আগে গড়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।
যে কোনো বড় টুর্নামেন্টের ফাইনাল খেলা সর্বকনিষ্ঠ ফুটবলারের স্বীকৃতি মিলে যাবে ইয়ামালের। ১৯৫৮ সাল൩ে, ১৭ বছর ২৪৯ দিন বয়সে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপের ফাইনাল 💦খেলেছিলেন পেলে। আর ইংল্যান্ডের বিপক্ষে যখন ইয়ামাল ইউরোর ফাইনাল খেলতে নামবেন, তখন তার বয়স হবে ১৭ বছর ১ দিন। এটাই এই তরুণ ফুটবলারকে কিংবদন্তীদের কাতারে নিয়ে এসেছে।
ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর ইয়ামালকে ফুটবলের সর্বকালের সেরাদের সঙ্গে তুলনা করা হয়েছে। পেলে, ম্যারাডোনা কিংবা মেসিদের সঙ্গে উচ্চারণ করা হচ্ছে তার নাম। স্পেন ফুটবলার নাচো ফ্রান্সের সঙ্গে ২-১ গোলে জয়ের প💞র বলছ🐎িলেন, ‘আমরা জানি যে, ফ্রান্স দলটিতে অনেকগুলো জিনিয়াস ফুটবলার রয়েছেন। কিন্তু আমাদের দলে তাদের চেয়েও জিনিয়াস রয়েছেন একজন।’