কোয়ার্টার ফাইনাল থেকে ইনজুরিতে পড়ে বিদায় নিলেন ক্যারোলিন ওজনিয়াকি। তার বিদায়ে ইন্ডিয়ান ওয়েলস টেনিস আসরের শেষ চারে উঠেছ♕েন বিশ্বের এক নম্বর ইগা সুয়াটেক।
পোল্যান্ডের ২২ বছর বয়সী সুয়াটেক প্রথম সেটটি ৬-৪ গেমে জেতার পরই বিশ্বের সাবেক এক নম্বর ডেনমার্কের ৩৩ বছর বয়সী ওজনিয়াকি ইনজুরিতে পড়েন এবং তাকে মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।
চীনের ইউয়ান ইউয়ের বিপক্ষে ৬-৪ ও ৬-৩ সেটে জিতেছেন যুক্তরাষ্ট্রের কোকো গফ। সেꦑমিফাইনালে তিনি কেলবেন মারিয়া স🌱াক্কারির বিপক্ষে।
সুয়াটেক শেষ চারে খেলবেন ইউক্রেনের মার্তা কোস্তাকের সঙ্গে লড়াই করবেন। ৩১তম বাছাই কোস্তাক ২৮তম বাছাই রাশি🅷য়ার আনাস্তাসিয়া পোটাপোভার বিরুদ্ধে ৬-০ ও ৭-৫ সেটে জয়লাভ করেন।