• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিশ্ব ইনডোরে ফেভারিট মলি কোডোরি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৫:৫২ পিএম
বিশ্ব ইনডোরে ফেভারিট মলি কোডোরি
পোলভল্টার মলি কোডোরি। ছবি: সংগৃহীত

চলত💫ি মাসেই ব্রিটিশ ইনডোর চ্যাম্পিয়নশিপে পোলভল্টে চ্যাম্পিয়ন হন ২৩ বছর বয়সী মলি কোডোরি। কোডোরি আসন্ন বিশ্ব ইনডোরে টপ ফেভারিট হিসেবে পরিগনিত হচ্ছে⛄ন অনেকের কাছেই। সেটার কারণ ভিন্ন। 

ব্রিটিশ ༺ইনডোরে তিনি ৪.৪৮ মিটার উঁচু দিয়ে বার অতিক্রম করেন। চলতি বছরে বিশ্বের আর কোনো পোলভল্টার এতোটা উঁচু জায়গা অতিক্রম করতে সক্ষম হননি। ফলে গ্লাসগো🌠তে চলতি সপ্তাহের শেষে শুরু হতে যাওয়া বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপের এই ইভেন্টে মলিকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন বলে মনে করছে সকলে। 

মলি বলেন, ‘আমি সবকিছু নিয়ে খুব বেশি চিন্তা করি না। আমি চাই দৌড়ে ও জাম্প দ✅িয়ে ব💟ার অতিক্রম করতে।’

মলি অবশ♛্য সর্বশেষ অܫলিম্পিকে রৌপ্যপদক জিতেছিলেন ৪.৮৬ মিটার উচ্চতায়। মলির প্রতিভার জন্য তাকেই বিশ্বের সেরা পোলভল্টার গণ্য করছে বিশেষজ্ঞরা। 

২০১৮ সালের কমনꩵওয়েলথ গেমসে মাত্র ১৭ বছর বয়সে অংশগ্রহণ করে তিনি সকল💦ের নজর কাড়েন। ২০২২ সালে ২১ বছর বয়সে মলি বার্মিংহাম কমনওয়েলথ গেমসে রৌপ্যপদক জেতেন।    

 

Link copied!