• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সংসার ভাঙল বিশ্বকাপজয়ী তারকার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০৩:১৮ পিএম
সংসার ভাঙল বিশ্বকাপজয়ী তারকার
বিশ্বকাপ জয়ের দিন এনজো ফার্নান্দেজ ও তার স্ত্রী ভ্যালেন্টিনা। ছবি : সংগৃহীত

মাঠের নায়কদের সংসারজীবনকে সুখের দেখꩲতে চায় দর্শকরা। তাদের কারো সংসারে ঝামেলা দেখ♉া দিলে কষ্ট পায় তারা। আর্জেন্টাইন বিশ্বকাপ ফুটবল জয়ী দলের মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের বেলাতেও সেই একই কথা।

ফুটবল মাঠের মতো এনজোর সংসার জীবনও ছিল সুখের। দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বিয়ের পর দাম্পত্য জীবন ভালোই কাটছিল তাদের। এনজো-ভ্যালেন্টিনা কার্বাꦕন্তেসের সংসারে দুটি সন্তানও রয়েছে।

অথচ এত সুখের মাঝে হঠাৎই সম্পর্কে চিড় ধরেছে। যার ধꦰারাবাহিকতায় বৃহস্পতিবার বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এনজোর স্ত্রী।

ভ্যালেন্টিনা নিজের ইনস্টাগ্রাম একাউন্টে দেয়া এক স্টোরিতে 🎐এই তথ্য জানিয়েছেন। 🅠যেখানে তিনি লিখেছেন, ‘এনজো এবং আমি আজ থেকে পরস্পর দূরত্ব টানার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা পরিবার হিসেবেই থাকব এবং পারস্পরিক যেকোনো কর্মকাণ্ডে নিজেদের সমর্থনও থাকবে। কারণ আমাদের দুটি সন্তান আছে, যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত এবং অনেক বেশি ভালোবাসা দাবিদার।’

দাম্পত্য সম্পর্কꦑে দূরত্ব তৈরি হলেও, এনজোর প্রশংসা করে ভ্যালেন্টিনা বলছেন, ‘এনজোকে আমি যেভাবে 🌟চিনি তাতে বলতে পারি যে, সে অসাধারণ একজন ব্যক্তি ও বাবা। মনের দিক থেকেও সে দুর্দান্ত। আমার জন্য এটাই যথেষ্ট। দয়া করে এর বাইরে কোনো বিতর্ক তৈরির চেষ্টা করবেন না, কারণ সেখানে এমন কিছুর অস্তিত্ব নেই।’

সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে আশাব্যঞ্জক কিছু করতে পারছেন না আর্জেন্টিনার এই চেলসি মিডফিল্ডার। এরই মাঝে তার দাম্পত্য জীবনের নেতিবাচক এক😼 দিক সামনে এলো। তবে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে বিষয়টি নিয়ে কিছুদিন ধ﷽রেই অস্বস্তিতে ছিলেন এনজো-ভ্যালেন্টিনা।

অন্যদিকে সম্💎প্রতি সড়ক নীতিমালা লঙ্ঘন করায় ড্রাইভিং নিষেধাজ্ঞাও পেয়েছেন এ🐟নজো। এ ছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে চেলসি কোচ মারেসকা তাকে খেলাননি।

Link copied!