• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিশ্বকাপ মিশন শেষ আর্জেন্টিনার মেয়েদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৩, ০৪:৫১ পিএম
বিশ্বকাপ মিশন শেষ আর্জেন্টিনার মেয়েদের
ছবি: সংগৃহীত

অশ্রুসিক্ত চোখে আরও একটি বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে হচ্ছে আর্জেন্টিনার মেয়েদের। চলমান নারী বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে লজ্জাজনক বিদায় নিয়েছে আর্জেন্টিনার মেয়েরা। এর আগে, নিজেদের প্রথম ম্যাচে পরাজয় ও দ্বিতীয় ম্যাচে ড্র করেছিল লা আলবিসে🍒লেস্তেরা। বিশ্বকাপে এর আগে তিনবার অংশ নিলেও কখনো জয়ের দেখা পায়নি আর্জেন্টিনা। এবারও ভাগ্♊য বদল হয়নি তাদের।

বুধবার (২ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচে নকআউট পর্বে যেতে সুইডেনের সঙ্গে জয় ছাড়া বিকল্প ছিল না আর🐟্জেন্টিনার। কিন্তু উল্টো পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। আর্জেন্টিনা ম্যাচের শুরু♕টা ভালো করলেও ডিবক্সের বাইরে বারবার খেই হারাতে হয়েছে তাদের। অন্যদিকে, পাল্টা আক্রমণে আর্জেন্টিনার মেয়েদের কঠিন পরীক্ষা নিয়েছে সুইডেন।

অবশ্য প্রথমার্ধে গোলের দেখা পাইনি কোন দলই। ডেডলক ভা🐭ঙে ৬২ মিনিটে। ডানপ্রান্ত থেকে আসা ক্রসে মাথা ছুঁইয়ে সুইডেনকে ১-০ গোলে এগিয়ে দেন রেবেকা ব্লুমভিস্ট। এটি চলতি বিশ্বকাপে ত▨ার দ্বিতীয় গোল।

 তৃতীয় র‌্যাঙ্কিংধারী দলের জয় সুনিশ্চিত হয়♔ ৯০তম মিনিটের পেনাল্টিতে। এলিন রুবেনসন করেন গোলটি। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে জয় নিয়েই মা💎ঠ ছাড়ে সুইডেন।

 প্রথম দুটি ম্যাচ জিতে আগেই শেষ ষোলো নিশ☂্চিত করে সুইডেন। গ্রুপ চ্যꦕাম্পিয়নরা পরের ধাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবে।

ছবি: সংগৃহীত

এদিকে, মেয়েদের বিশ্বকাপে ইতিহাস তৈরি করলো দক্ষিণ আফ🗹্রিকা। বিশ্বমঞ্চে প্রথমবার ম্যাচ জিতলো ত🐓ারা। আর এই জয়ে শেষ ষোলোতেও উঠে গেলো তারা।

গতবারে🐟র কোয়ার্টার ফাইনালিস্ট 🔴ইতালিকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে নকআউটে দলটি।

Link copied!