ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটানস ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখার আশায় তারা দলে টেনেছিল অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসনকে। তবে দুর্ভাগ্যবশত চেন্নাই সুপার কিংস (সিএসকে) বনাম গুজরাটের মধ্যে ম্যাচে গুরুতর ইনজুরিতে পড়েছেন উইলিয়ামসন। ধারণা করা হচ্ছে, আইপিএল শেষ হয়ে গেছে এইꦫ নিউজিল্যান্ড খেলোয়াড়ের।
শুক্রবার (৩১ মার্চ) আহমেদাবাদের🍎 নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টাইটানস আইপিএল ২০২৩ এর ম্যাচে মুখোমুখি হয় চেন্নাইয়ের। `প্রায় অসম্ভব ক্যাচ` ধরার চেষ্টা করার সময় কেন ডান হাঁটুতে আঘাত পান। বলটি ছক্কা হতে যাচ্ছিল। লাফিয়ে বল বাউন্ডারি পার হওয়ার আগেই মাঠে ছুঁড়ে দেন কেন। তবে নিজের তাল সামলাতে না পেরে মাঠে পড়ে যান। আর উঠে দাঁড়াতে পারেননি।
কেন উইলিয়ামসন ক্যাচটা প্রায় ধরে ফেলেছিলেন কিন্তু বলটা তার হাত থেকে বেরিয়ে যায়। তার অসাধারণ প্রচেষ্টা ছয় বাঁচিয়ে দেয়। কিন্তু উইলিয়ামসনকে বাজেভাবে ইনজুরিতে ফেলে। তিনি পড়ে যাওয়ার পরপরই, জিটি-এর মেডিকেল টিম কিউই ব্যাটারকে সহায়তা করার জন্য সেখানে ছুটে যায়। তাকে কাঁধে 💫ভর দিয়ে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল।
কেনের ইনজুরি সম্পর্কে গুজরাট টাইটানস (জিটি) কোচ গ্যারি কার্স্টেন বলেন, "তাকে ওই অবস্থায় দেখে ভালো লাগ🌃ছিল না। আমি আশা করব এটি খুব খারাপ কিছু নয়। আমাদের শীঘ্র💖ই তার অবস্থা সম্পর্কে জানতে হবে।"
এর 🌼আগে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাটের হার্দিক পান্ডিয়া। ম্যাচে গুজরাট ৫ উইকেটে জয় পায়।