গত ২৯ ডিসেম্বর রাত ১টায় ব্রাজিলিয়ান তারকা এডসন আরন্তেস দো নাসিমেন্তো (পেলে) ৮২ বছর বয়সে চলে গেছেন না ফেরা♔র দেশে। যে স্টেডিয়ামে ব্রাজিলিয়ান ফুটবলার ত🔥ার ক্যারিয়ারের সেরা কিছু ম্যাচ খেলেছেন সেই সান্তোসে সোম ও মঙ্গলবার দুই দিনব্যাপী তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।
পেলের কফিন সেখানেই চিরকালের জন্য থাকবে যেখান থেকে আইকনিক সান্তোস স্টেডিয়ামটি আধা মাইল দূরে।🌄 পেলের ভক্তরা বিশ্বাস করেন যে, পেলে চিরকালের জন্য তার প্রিয় ফুটবল পꦦিচকে সেখান থেকে "দেখতে" পারবেন।
পেলের শেষ ইচ্ছা ছিল, তার প্রিয় শহর সান্তোসের একটি কবরস্থানের নবম তলা তার শেষ বিশ♛্রামের জন্য বেছে 🀅নেওয়া। এটি তার বাবার প্রতি বিশেষ শ্রদ্ধা। পেলের বাবা খেলোয়াড় থাকাকালীন সবসময় ৯ নম্বর শার্ট পরতেন।
ব্রাজিলিয়ান তারকা পেলে ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি তিনটি বিশ্বকাপ জিতেছেন। পেলে ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন এবং ৭৭ গোল করে ব্রাজিলের সর্বকালের শীর্ষ স্কোরারদের মধ্যে একজন ছিলেন। এবারের কাতার বিশ্বকাপে পেলের রেকর্ড ভেঙেছেন নেইমার।