সান্তোসের সবচেয়ে বড় সিমেট্রি নেক্রোপোল একুমেনিকায় প্রিয় মাঠের পাশেই চিরঘুমে শায়িত হলেন ফুটবল কিংবཧদন্👍তি পেলে। দুইদিন ব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়ার সকল আচার মেনে মঙ্গলবার সমাহিত করা হয় এই ব্রাজিলিয়ানকে। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে গত বৃহস্পতিবার রাত ১টায় না ফেরার দেশে চলে যান ফুটবলের রাজা পেলে।
সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে মৃত্যুর চারদিন পর সোমবার সকালে পেলেকে বহনকারী কফিন তার নিজ শহর সান্তোসে পৌঁছায়। সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে ব্রাজিল কিংবদন্তির কফিনে শেষ শ্রদ্ধা জানাতে শুরু করেন তার ভক্তরা।
পেলের কফিনটি সান্তোসের মাঠের মাঝের অস্থায়ী মঞ্চে রাখা হয়েছিল যেখানে তিনি তার ক্যারিয়ারের সেরা কয়েকটি গোল করেছিলেন। সাও পাওলোর বাইরে ১৬ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামে তার কাসকেটের পাশ দিয়ে হেঁটে শ্রদ্ধা জানাতে জনতার ঢল নেমেছিল। মঙ্গলবার মাত্র ৬০০ মিটার দূরে নেক্রোপোল একুমেনিকা 💖সমাধিস্থলের ৯ তলায় তাকে সমাহিত করা হয়েছে।
এই সমাধিস্থল ১৪ তলা হওয়ায় এটাকে বলা হয় `স্বর্গের খুব কাছাকাছি।` ৯ম তলায় একেবারে কোণার জায়গাটা নির্ধারিত করা হয়েছে পেলের জন্য। এ সমাধিস্থল থেকে আবার পরিস্কার দেখ✱া যায় সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়াম। স্বর্গের খুব কাছাকাছি বসে পেলে নিজের প্রিয় মাঠ দেখবেন বলেই বিশ্বাস তার ভক্ত-সমর্থকদের।