বাংলাদেশে🧔র সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জাতীয় দলের সাবেক এই ফাস্ট বোলার ও পিঞ্চ হিটার মাশরাফি এখন একজন সংসদ সদস্যও। নানা ব্যস্ততার মধ্যেও তিনি নিয়ম꧙িত জাতীয় ক্রিকেট দলের খোঁজ-খবর রাখছেন।
যুক্তরাষ্ট্রের বিপꦚক্ষে তিন ম্যাচের টি-টোয়ꦬেন্টি সিরিজে খেলতে বাংলাদেশ দল এখন সেখানে অবস্থান করছে। এই দ্বিপাক্ষিক সিরিজ শেষেই বিশ্বকাপ মিশনে নামবে টাইগাররা। আসন্ন এই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন মাশরাফি।
সোমবার কাবাডি টুর♈্নামেন্টের সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে গণমাধ্যমের মুখোমুখি হন মাশরাফি। এ সময় তার কাছে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আশা তো অবশ্যই ভালো কিছু করবে।’
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে কারা আছেন তা এখনও দেখেননি মাশরাফি। তবে দল হিসেবে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন মাশরাফি, ‘(স্কোয়াড) দেখি নাই, জানি না আমি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করছে যে, বাংলাদেশ ভালো করবে, যেখানেই যায়, যেভাবে যায়। তো আমার প্রত্যাশা অবশ্যই ভিন্ন কিছু হবে না। কমন কিছু খেলোয়াড় দেখেꦫছি, শুনেছি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু পুরো দল এখনো দেখি নাই।’
সাকিবকে নিয়ে মাশরাফি বলেন, ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ‘সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার 🐼কিছু নেই। সবসময় বেস্ট পারফর্মার, বেস্ট পারফরম্যান্স আশা করব।’
এ সময় তিনি গ্রুপপর্বের লক্ষ্য নিয়ে বলে൩ন, ‘দক্ষিণ আফ্রিকায় গিয়ে একবার সিরিজ জিতে এসেছে, যদিও ওয়ানডে ছিল। দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার যে কোনো একটা জিততে হবে মনে হয়। আশা করি, ইনশাল্লাহ ভালো করবে। ওদের (নেপাল-নেদারল্যান্ডস) সঙ্গে যদি হারার কথা চিন্তা করেন তাহলে তো কঠিন। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার একটা জিতে আর ওগুলাকে হারিয়ে✤ দিতে পারলে পরের রাউন্ড নিশ্চিত। তবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা- এই দুই দলকেই হারানো যায় কিনা চেষ্টা করতে হবে।’