মিরপুর টেস্টের মাত্র একদিন বাকি আছে। তারপর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। সাকিবের চোটেরౠ কারণে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। এরমধ্যে তামিমের চোট ও তাসকিন শতভাগ সুস্থতা নিয়ে মাঠে নামতে পারবে কি না তা নিয়ে সংশয় দেখা গেছে।
পিঠের চোট নি🤡য়ে বেশ কিছুদিন থেকেই ভুগছেন তামিম। আরেকদিকে তামিমের মতো চোট নেই তাসকিনের। সদ্য ইনজুরি কাটিয়ে উঠেছেন টাইগার পেসার। তবে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি। তামিম ও তাসকিনের একাদশে থাকা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন টাইগার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
মঙ্গলবার (১৩ জুন) সংবাদ সম্মেলনে তামিমের একাদশে থাকার বিষয়ে হাথুরুসিংহে বলেন, “আজকে তিনি (তামিম) অনুশীলন করবে। আমরা দেখব তিনি কেমন অনুভব করে। এর আগে রোববার (১১ জুন) তিনি অস্বস্তি নিয়েই ফিল্ডিং ও ব্যাট করেছেন। আজ অনুশীলন করবে এবং অনুশীলনের পরই আমরা সি💟দ্ধান্ত নিতে পারব।”
তাসকিনের বিষয়ে হাথ🌜ুরুসিংহে জানান, পুনর্বাসনের সময় তাসকিন খুব ভালো অনুশীলন করেছেন। খেলার জন্য তিনি প্রস্তুত আছেন। বোলিং ওয়ার্কলোডটা চিন্তার বিষয়। আজকের অনুশীলনের পর তꦇার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।