• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইউরোপা লিগ

সেভিয়ার বিপক্ষে হেরে টেন হাগের তোপের মুখে গিয়া-ম্যাগুয়েররা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৩, ০১:১৭ পিএম
সেভিয়ার বিপক্ষে হেরে টেন হাগের তোপের মুখে গিয়া-ম্যাগুয়েররা
ছবি: সংগৃহীত

পুরো ম্যাচে সেভিয়ার কাছে পাত্তাই পেলো না ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম লেগে নিজেদের ভুলে ড্র করা রেড ডেভি🃏লরা দ্বিতীয় লেগে যেন স্রে𝄹ফ আত্মসমর্পন করলো। এমন বাজে দিনে ম্যাচ শেষে কোচ এরিক টেন হাগের তোপের মুখে পড়েছেন ইউনাইটেড ফুটবলাররা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) ঘরের মাঠে ইউনাইটেডকে -০৩ গোলে উড়িয়ে দিয়েছে সেভিয়া।   দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের অগ্রগাম🐻িতায়রেড ডেভিলদের বিদায় করে  ইউরোপা লিগ থেকে সেমিফাইনালে উঠেছে স্প্যানিশ ক্লাবটি।

ম্যাচ শেষে রেড﷽ ডেভিল বস এরিক টেন হাগ বলেন, “খেলোয়াড়দের মধ্যে জয়ের তাড়না কিংবা মানসিকতায় ঘাটতি ছিল। বলেন, একটা ধাক্কা খেলে সেটি সামলাতে হয় এবং এগিয়ে যেতে হয়… স্কিল দিয়ে খেলার ব্যাপার শুধু নয়, তখন মানসিকতার প্রমাণ দিতে হয়। গোছানো থাকতে হয়, তাড়না ও আবেগ দিয়ে খেলতে হয়।”

এদিন ম্যাচের অষ্টম মিনিটেই গোল পায় সেভিয়া। হ্যারি ম্যাগুয়ারের ভুলে সেভিয়াকে লিড 𒈔এনে দেন ইউসেফꦿ এন-নেসিরি। এরপর আরও দুইবার রক্ষণের ভুলে গোল হজম করে ইউনাইটেড।

Link copied!