এমনিতেই দলে নেই ভরসার প্রতীক অলরাউন্ডার সাকিব আল হাসান, তার উপর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম টেস্টে ৭ উইকেটের হারে বাংলাদেশ দল রয়েছে প্রচন্ড চাপ🅘ে। দ্বিতীয় টেস্টে ভালো করার আশা নিয়েই মঙ্গলবার চট্টগ্রামের জহু🐼র আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী দক্ষিণ আফ্রিকার মোকাবিলায় নেমেছে স্বাগতিকরা। কিন্তু যেভাবে প্রথম দিনের খেলা চলছে, তাতে ভালো করার আশা হয়তো মনের ভেতরেই থেকে যাবে।
টসে জিতে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে লাঞ্চ ব🌜িরতির পর টনি ডি জর্জির সেঞ্চুরিতে বড় স্কোর গড়ার পথে রয়েছে প্রোটিয়া দল। ১ উইকেটে ১০৯ রান নিয়ে লাঞ্চ বিরতির পর খেলা শুরু করে তারা। চা বিরতিꦡ পর্যন্ত ১ উইকেটে ২০৫ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ১০১ রানে জর্জি এবং ৬৫ রানে ট্রিস্টান স্টাবস অপরাজিত রয়েছেন।
টস জিতে ব্যাটিং বেছে নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। তার এই সিদ্ধান্ত যে ঠিক ছিল, তার প্রমাণ পাওয়া যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট নিতে ১৮তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। সফরকারীদের দলীয় ৬৯ রানের মাথায় বহুল প্রতিক্ষিত উইকেট নিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন তাইজুল ইসলাম। ৩৩ রানে আউট হন মার্করাম। এরপর চা বিরতির আগ পর্যন্ত জর্জি ও স্টাবস জুটি ১💙৩৬ রান যোগ করেন।
১৮তম ওভারের প্রথম বলে তাইজুল🌌কে উড়িয়ে মারতে গিয়েছিলেন এইডেন মার্করাম। কিন্তু প্রোটিয়া ওপেনার ধরে পড়েন মুমিনুল হকের হাতে। ৫৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরত যান মার্করাম।