• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভারতের অনুকরণেই পাকিস্তানের দল ঘোষণা: বাসিত আলি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০৩:৪৭ পিএম
ভারতের অনুকরণেই পাকিস্তানের দল ঘোষণা: বাসিত আলি
বাসিত আলি। ছবি : সংগৃহীত

মাত্র ৬ মাসের মধ্যেই পাকিস্তান দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান গ্যারি কার্স্টেন। সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ꦫসঙ্গে🅺 মতবিরোধের কারণে সীমিত ওভারের দলের প্রধান কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন কার্স্টেন। মুহম্মদ রিজওয়ানকে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগের পরই কার্স্টেন পদত্যাগ করেন।

বাবর আজম অধিনায়কত্ব ছাড়ার পর দায়িত্ব পান রিজওয়ান। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত꧒ আলি কার্স্টেনের পদত্যাগের 🐭ভিতরের গল্প বলেছেন, যা চমকে দেওয়ার মতো। কার্স্টেনের পদত্যাগের সঙ্গে রিজওয়ানের যোগসূত্র রয়েছে বলে দাবি করেন বাসিত আলি।

ব🥂াসিত আলি তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘রিজওয়ানকে অধিনায়ক করার ঘোষণা দিয়েই এই গল্পের সূত্রপাত। কার্স্টেন অন্য কাউকে অধিন🐬ায়ক করার পক্ষে ছিলেন এবং অন্য একজন খেলোয়াড়ের জন্য দাবি জানিয়েছিলেন। প্রসঙ্গত, দুজনেই দলে নেই। কার্স্টেন নিজেকে সম্পূর্ণ কর্তৃত্ব বলে মনে করছিলেন। তিনি জানেন না যে, এই দেশে রাতারাতি পিসিবি চেয়ারম্যান বদলে যায়। তারা এটাও জানে না যে আগে চেয়ারম্যান অনেক বদলালেও এখন হবে না। মহসিন নকভি সাহেব অনেক ক্ষমতা নিয়ে এসেছেন। হ্যাঁ, এটা অবশ্যই সত্য যে কোচরাও চলে যাচ্ছেন এবং নির্বাচক-ম্যানেজাররাও চলে যাচ্ছেন। এখন যে কেউ আওয়াজ তুলবে তাকে সরিয়ে দেওয়া হবে।’

বাসিত দাবি করেন, রিজওয়ানকে অধিনায়ক করায় সব খেলোয়াড়ই খুশি। তিনি বলেন, ‘পাকিস্তান দলের সব খেলোয়াড়ই রিজওয়ানকে অধিনায়ক করাꦛয় খুশি, সে আজম হোক, শাহিন আফ্রিদি হোক বা অন্য কেউ। রিজওয়ানের অধিনায়কত্বে পাকিস্তান দল জোরালো ভাবে না খেললে দুর্ভাগ্য হবে। তারপর আর কাউকে দেখতে পাবেন না। এটি একটি দুর্দান্ত সুযোগ।’

স্কোয়াড এবং কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নতুন তালিকা সম্পর্কে বলতে গিয়ে, বাসিত আলি এই নির্বাচন ভারতের পদ্ধতির প্রতিফলন বলে মনে করেন। বাসিত আলি তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে বলেছেন, ‘৩টি থেকে ৪টি নাম ছাড়া স্কোয়াডটি বেশ ভালো। কিন্তু প্রথমবার দেখা গেল পাকিস🧔্তান ক্রিকেটে ভারতের পন্থা নকল করা হয়েছে। এটা খারাপ কিছু নয়, 🐼এটা একটা ভালো কপি।’

 

Link copied!