শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী সিনেমায় প্লেব্যাক করেছিলেন বছর দুয়েক আগে। ‘চাদর’ নামের সেই সিনেমায় গাওয়া গান এখনও প্রকাশিত হয়নি। তারপর থেকেই𓆉 আর কোনো সিনেমায় প্লেব্যাক করেননি।
তবে এতদিন পর এবার ‘অন্তর্বর্তী’ নামের এক সিনেমায় শোনা যাবে ফাহমিদা নবীর গান। ‘তুমি গে♛ও গান অন্য কারও সুরে’ শিরোনামের গানটির সুর আর সংগীত আয়োজনে ছিলেন রাহুল কুমার দত্ত। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।
সিনেমার পরিচালক এসএম কাইয়ুম নিজেই লিখেছেন গানের কথা। ‘অন্তর্বর্𓃲তী’ সিনেমার দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল।
প্রতিক্রিয়া জানিয়ে ফাহমিদা নবী বলেন, “সিনেমায় গান গাওয়ার ব্যাপারটাই অন্যরকম। এতে অভিনয় থাকে। সেই অভিনয় কণ্ঠে ধারণ করেই কাঁদতে হয়, আবার কখনও হাসতে হয়।” ♔গানটি সবার ভালো লাগবে আশা করꦅছেন শিল্পী।