এক সপ্তাহ আগের আলোচনা ছিল একরকম। যেখানে রিয়াল মাদ্রিদের ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ব্যালন ডি’অর পাওয়ার কথা স্পষ্টভাবেই ছিল। কিন্তু পুরস্কার প্রদানের আগের দিন তার সেটা না পাওয়ার গুঞ্জন এবং পুরো রিয়াল মাদ্রিদ দলের প্যা⭕রিসের অনুষ্ঠান বয়কট নিয়ে দেখা গেল চরম নাটকীয়তা।
শেষ পর্যন্ত ভিনিꦉসিয়ুসকে পেছনে🐷 ফেলে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির ব্যালন ডি’অর জয় করলেন। সবমিলিয়ে এবারের ব্যালন ডি’অর ছিল অন্যরকম।
এদিকে এবার বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। রদ্রি-মার্টিনেজের পা𒐪শাপাশি আর্জেন্টিনার যারা নমিনেশন পেয়েছিল তাদেরও প্রশংসা করেছেন কিংবদন্তি লিওনেল মেসি।
সোমবার রাতে প্যারিসে🌸র থিয়েটার দু শাতলেতে অনুষ্ঠিত হয় ব্যালন ডি’অরের অনুষ্ঠান। সেখানে বর্ষসেরা ফুটবলার, বর্ষসেরা গোলরক্ষকের পাশাপাশি আরও অনেক পুরস্কার দেয়া হয়। সেরা গোলরক্ষক হয়েছেন এমি মার্টিনেজ। ছেলেদের বর্ষসেরা কোচ হয়েছেন রিয়ালের আনচেলত্তি।
যারা যারা পুরস্কার পেয়েছেন সকলকেই অভিনন্দন জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। বিশেষ করে মার্টিꦍনেজকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আর আর💛্জেন্টিনার যারা নমিনেশন পেয়েছিল তাদেরও প্রশংসা করেছেন সর্বোচ্চ ব্যালেন ডি’অর জয়ী এই তারকা।
সোমবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে লাউতারো এবং এমির একটি ছবি শে💞য়ার করে মেসি লেখেন, ‘ব্যালন ডি’অর ২০২৪-এর জন্য সমস্ত বিজয়ী এবং মনোনীতদের অভিনন্দন। বিশেষ করে ডিবুকে (এমিলিয়ানো মার্টিনেজ), বিশ্বের সের💟া গোলরক্ষকের জন্য আরও একটি পুরস্কার। এবং লাউতারো, স্ক্যালোনি এবং গার্নাচোকে অভিনন্দন।’