বাংলাদেশের নারীদের 💛মধ্যে সবচেয়ে বেশি হয় স্তন ক্যানসার। তারপরে সবচেয়ে বেশি হয় জরায়ু ক্যানসা। বাংলাদেশে প্রতিবছর জরায়ুমুখের ক্যানসারে হাজার হাজার নারী আক্রান্ত হন এবং মৃত্যুবরণ করেন। আর সারা বিশ্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ তথ্য অনুযায়ী, প্রতি বছর ৫ লাখ ৭০ হাজার নারী এই জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় ৩ লাখ ১০ হাজার নারী এর ফলে মারা যান।
জরায়ুমুখ ক্যানসার হয় প্যাপিলোমা ভাইরাস নামের এক ধরনের ভাইরাসের আক্রমণে। সাধারণত যৌন মিলনের সময় পুরুষদের কাছ থেকে ꦐনারীদের দেহে এই ভাইরাসটি ঢুকে যায়। তবে ভাইরাসটি শরীরে প্রবেশের পরপরই কিন্তু ক্যান্সার হয় না। গবেষক ও চিকিৎসকরা বলছেন, জীবাণু শরীরে প্রবেশের পর ১৫ থেকে ২০ বছরও সময় লাগে ক্যানসারে পরিণত হতে। তারপর ধীরে ধীরে ক্যানসারের লক্ষণ প্রকাশ পায়।
জরায়ু ক্যানসার যে কারণে হয়
- ঋতুস্রাব শুরু এক বছরের মধ্যে যৌনসঙ্গম করলে
- জন্মনিয়ন্ত্রণের জন্য বেশি সময় ধরে পিল খেলে
- একাধিক ব্যক্তির সঙ্গে যৌনসঙ্গম করলে
- যৌনসঙ্গীর শরীরে প্যাপিলোমা ভাইরাস থাকলে
- শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকলে
- যৌনাঙ্গ অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে
- ২০ বছরের নিচের বয়সী কোনো নারী গর্ভধারণ করলেও হতে পারে।