এবার🐈 হজের খরচ কমবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ𓆉 ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, “আগামী হজে দুই ধরনের প্যাকেজ থাকবে। দুটি প্যাকেজেই গত বছরের তুলনায় খরচ কম হবে।”
মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনাজপুর শিশু একাডে🌠মিতে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আ ফ ম খালিদ হোসেন বলেন, “আগামী হজে দুই ধরনের প্যাকেজ থাকবে। প্রথম প্যাকেজের অব🍰স্থান হবে কাবা শরীফ থেকে এক-দেড় কিলোমিটারের মধ্যে। দ্বিতীয় প্যাকেজটি হবে আড়াই থেকে তিꦉন কিলোমিটারের মধ্যে।”
ধর্ম উপদেষ্টা বলেন, “হজের খরচের ত💎িনটি অংশ আছে। সেগুলো হলো, বিমান ভাড়া, মক্কা মদিনায় থাকা এবং সৌদি সরকারকে নির্ধারিত অর্থের খরচ। তবে সব মিলিয়ে খরচ কত কম হবে তা বুধবার (৩০ অক্টোবর) জানানো হবে।”
আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, “সরকারের টাকায় বিনামূল্যে কেউ হজ করতে পারবেন না। কেবল মাত্র হজ ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তারাই হজ করতꦺে পারবেন। অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে আগ্রহী নন। আমাদের সচেতনতা সৃষ্টি করে হজ পালনে উদ্বুদ্ধ ꦓকরতে হবে।”
ধর্ম মন্ত🐎্রণালয় জানায়, বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সেখানে তিনি প্রথমবারের মতো দুটি প্যাকেজ ঘোষণা করবেন। প্রথমটি থাকবে ৫ লাখ ৫০ হাজার টাকার এবং দ্বিতীয়টি হবে ৪ ল🦂াখ ৭৫ হাজার টাকার।