প্রথম দু’টি টেস্ট ম্যাচে ছিলেন না। শেষ ম্যাচেও তাকে পাবে না নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে নেই কেন উইলিয়ামসন। অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে খেলতে পারেন তিনি। ২৮ ꦓনভেম্বর থেকে শুরু হবে সেই সিরিজ। ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট শুরু আগামী শুক্রবার থেকে।
বেঙ্গালুরু এবং পুণে টেস্টের সময় ভ𓆉ারতে আসেননি উইলিয়ামসন। শ্রীলঙ্কা সফরে চোট পেয়েছিলেন তিনি। তার পরই দেশে ফিরে গিয়েছিলেন। ভারতের বিরুদ্ধেꦯ উইলিয়ামসন না খেললেও সিরিজ জিততে অসুবিধা হয়নি নিউজিল্যান্ডের। টম লাথামের নেতৃত্বে প্রথম বার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে তারা। কিন্তু কুঁচকির চোটের কারণে খেলতে পারলেন না উইলিয়ামসন।
🔴নিউজিল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘উইলিয়ামসন দ্রুত সুস🧸্থ হচ্ছে। কিন্তু আমরা চাই আরও একটু সময় নিক ও। ইংল্যান্ডের বিরুদ্ধে উইলিয়ামসনকে আমাদের প্রয়োজন হবে।’
ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম দু’টি ম্যাচ জিতে নিয়েছে কিউইরা। সিরিজও তাদের পকেটে। তাই উইলিয়ামসনকে খেলানোর ঝুঁকি নিতে রাজি নয় তারা। প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘উইলিয়ামসন সুস্থ হচ্ছে। কিন্তু এখনই বিমানে উঠে ভার🎃তে এসে দলে যোগ দেওয়া সম্ভব নয় ওর পক্ষে। তবে আগামী দিনে উইলিয়ামসনকে পাওয়া যাবে। ও নিউজিল্যান্ডে থাকলেই ভাল। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে।’
উইলিয়ামসন দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। ১০২টি টেস্ট খেলেছেন তিনি। করেছেন ৩২টি শতরান। লাল বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে ৮৮৮১ রান করেছেন তিনি। সাদা বলের ক্রিকেটেও সফল উইলিয়ামসন। ১৬৫টি এক দি✱নের ম্যাচ এবং ৯৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। 🌄ভারত সফরে তার জায়গায় উইল ইয়ংকে খেলানো হচ্ছে।