• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ব্যালন ডি’অরে যে পুরস্কার পেয়ে ইতিহাস গড়লেন ইয়ামাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০১:৩০ পিএম
ব্যালন ডি’অরে যে পুরস্কার পেয়ে ইতিহাস গড়লেন ইয়ামাল
পুরস্কার হাতে লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত

দারুণ এক কৃতিত্ব দেখালেন স্পেনের ‘আগামী দিনের মেসি-রোনালদো’ খ্যাত লামিন ইয়ামাল। ইত༒িহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে কোপা ট্রফি জিতেছেন তিনি✤। সোমবার রাতে প্যারিস থিয়েটারে ব্যালন ডি’অর ঘোষণার অনুষ্ঠানে বার্সেলোনার স্প্যানিশ তারকার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

অনূর্ধ্ব-২১ ফুটবলারদের মধ্যকার বছরের সেরা পারফরমারকে কোপা ট্রফি দেওয়া হয়। স্পেনের জার্সিতে ইউরো জয় ও বার্সেলোনার হয়ে পুরো মৌসুমে দুর্দান🍎্ত খেলে এই পুরস্কারটি নিজের করে নেন ১৭ বছর বয়সী এই 🎐তারকা। ব্যালন ডি’অর জয়ের ভোটাভুটিতে অষ্টম হন ইয়ামাল। ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে সেরা দশে জায়গা পান তিনি।

গেল ৪ বছরে তিনবারই কোটা ট্রফি জিতেছে বার্সার ফুটবলাররা, তাদের সবাই স্প্যানি🏅শ। ২০২১ সালে পেদ্রি ও ২০২২ সালে গাভি জিতেছি💫লেন এই পুরস্কার। গেল বছর কোপা ট্রফি জিতেছিলেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।

ইয়ামাল তার প্রতিক্রিয়ায় জানান, ‘এই পুরস্কার জেতা সম্মানের বিষয়। আমি আমার মা, বাবা এবং আমার দাদিকে ধন্যবাদ জানাতে চাই, ꦛযার💎া সবসময় আমাকে সমর্থন করেছেন। আমার সতীর্থ, বার্সার সব স্টাফ এবং স্প্যানিশ জাতীয় দল এবং কোচ লুইস দে লা ফুয়েন্তে, জাভি (হার্নান্দেজ) এবং হ্যান্সিকে (ফ্লিক) ধন্যবাদ জানাতে চাই।’

সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর𝕴 জয়ের রেকর্ডটি ব্রাজিলের সাবেক ফুটবলার রোনাল্ডোর। মাত্র ২১ বছর বয়সে ফুটবলের ব্যক্তিগত সেরা পুরস্কারটি জিতেছিলেন তিনি। ইয়ামাল যেভাবে খেলছেন, তাতে অনেকে আশা করছেন- দ্রুতই রোনাল্ডোর রেকর্ড ভেঙে দেবেন ১৭ বছর বয়সী এই তরুণ।

 

Link copied!