পাকিস্তান ক্রিকেটে সাদা বলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় গ্যারি কার্স্টেন। এরপরই বাইশ ꧙গজে শুরু হয়েছে বিতর্কের ঝড়। পাকিস্তান ক্রিকেটে রাজনীতি ও দলাদলির বিষয়টি কারোর কাছেই অজানা নয়। এমন অবস্থায় গ্যারি কার্স্টেন হঠাৎ তার পদ থেকে পদত্যাগ করার পরেই পাকিস্তান ক্রিকেটে বিতর্কের আগুন জ্বলে উঠেছে।
বর্তমানে গ্যারি কার্স্টেন এবং পাকিস্তান ক্রিকেট সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। বর্তমানে পাকিস্তানকে তীব্রভাবে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। সবাই বলছে যে কার্স্টেন♛কে অবশ্যই পদত্যাগ করতে বাধ্য করা হয়🦩েছে। এবার এই বিষয়ে মন্তব্য করেছেন একজন সাবেক অভিজ্ঞ খেলোয়াড়। পাকিস্তানকে খোঁচা দিয়েছেন তিনি।
আসলে গ্যারি কার্স্টেনের আকস্মিক পদত্যাগের পর পাকিস্তানের ওপর ক্ষুব্ধ ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন। পাকিস্তান♔কে কটাক্ষ করেছেন পিটারসেন। পিটারসন সোশ্যাল মিডিয়া পোস্টে পাকিস্তানকে সতর্ক করে এই সব বন্ধ করতে বলেছেন।
পিটারসেন ‘এক্স’-এর একটি পোস্টে লিখেছেন, ‘পাকিস্তান ক্রিকেট কীভাবে গ্যারি কার্স্টেনকে তার কোচিং বায়োডাটা দেখার পরেও হাতছাড়া করতে পারে? গত কয়েক সপ্তাহে এক ধাপ এগিয়ে ছিল তবে আজ আবার তারা দুই ধাপ পিছিয়ে গেল। নিজেদের সঙ্গে এ♐মনটা করা বন্ধ করুন। এই ধরনের কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনার খুব বেশি প্রতিভা আছে কি!’
ইংল্যান্♉ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে পাকিস্তান ক্রিকেট দল নিশ্চিতভাবেই প্র💟ত্যাবর্তনের পথে চলে এসেছে। কিন্তু পাকিস্তান ক্রিকেটের অবস্থা এখনও একই। মাঠের বাইরে রাজনীতি চলছে এবং আকস্মিক পদত্যাগের ধারা অব্যাহত রয়েছে।
ইনজামাম-উল-হক ও মুহম্মদ হাফিজের পর এবার পাকিস্তান ক্রিকেটে আরও একটি বড় পদত্যাগ দেখা গেল কার্স্টেনকে ঘিরে। ২০২৪ সালের এপ্রিল মাসে তিনি ২ বছরের জন্য প্রধান কোচের পদে নিꦺযুক্ত হন। এমনকি কার্স্টেনের মেয়াদের ৬ মাসও꧃ পূর্ণ হয়নি যখন তিনি তার পদ ছেড়ে দিলেন।
কার্স্টেনের পদত্যাগপত্র গ্রহণের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাদা বলের দলের দায়িত্বও দিয়েছে টেস্ট দলের প্রধান কোচ জেসন গিলেসপিকে। অস্ট্রেলিয়ার এই স🐬াবেকি এই খেলোয়াড়কে তিন ফরম্যাটের প্রধান কোচ করেছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে কার্স্টেন কেন হঠাৎ পদত্যাগ করলেন? এর পিছনের কারণ বেরিয়ে এসেছে, যা বেশ চমকপ্রদ।