চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসেছেন তারকাজুটি সোনাক্ষী সিনহা আর জাহির ইকবাল। কয়েক মাস কাটতে না কাটতেই হঠাৎ গুঞ্জন ছড়াল সোনাক্ষী অন্তঃসত্ত্বা! জাহির তাদের জুটির🐠 নতুন একটা ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করতেই হইচই শুরু হয় নেটপাড়ায়। কানাকানি হচ্ছে, বিয়ের কয়েক মাসও যায়নি, এরই মধ্যে অভিনেত্রীর বেবি বাম্প চোখে পড়ল ভক্তদের।
ঘটনাটা গত ২৭ অক্টোবরের। সোনাক🧔্ষী ও জাহির গিয়েছিলেন একটি দিওয়ালি পার্টিতে। সেই পার🐼্টির সাজগোজের বেশ কিছু ছবি আর ভিডিও তারা ধারন করেন। এরপর তারা পোস্ট করেন সামাজিক মাধ্যমে।
সেসব ছবিতে দেখা গেছে, সোনাক্ষী পরেছেন লাল রঙের আনারকলি। তাতে ভরাট কাচের কাজ। আর জাহিরকে দেখা গেছে নীল রঙের কুর্তায়। পরণে সাদা পায়জামা। তবে তারা যেভাবে একসঙ্গে ছবির পোজ দিয়েছেন তাতে নেটিজেনরা নাকি ঢিলেঢালা আনারকলির মধ্য দিয়ে সোনাক্ষীর বেবি বাম্প দ𓃲েখতে পেয়েছেন।
বিষয়টা নিয়ে তুমুল আলোচনা বিতর্ক চলছে। অনেকে আবার তারকাজুটির ছবিতে শুভেচ্ছাও জানিয়েছেন। অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন। কেউ বলছেন, বিয়ের চার মাসও পার হয়নি, এর মধ্যেই অন্তঃসত্ত্বা 🌟হয়ে গেলেন তাদের পছন্দের অভিনেত্রী!
এই তো মাস চারেক আগেই দুই পরিবারের উপস্থিতিতে চার হাত এক হয়েছে সোনাক্ষী আর জাহিরের। আইনিভাবে বিয়েও সেরেছেন। বিয়ের রাতে জমজমাট র🅘িসেপশন পার্টির আয়োজনও করেছিলেন। আর তারপর থেকেই নানা সময় নিজেদের বিবাহিত জীবনের বহু ছবি আর ভিডিও সামাজিক মাধ্যমে পোস্টও করেছেন। তবে গত রোববারের পোস্ট ঘিরে তুমুল আলোচনা শুরু হয় যে, অভিনেত্রী নাকি গর্ভবতী।