নিজের অভিষেক বিশ্বকাপ খেলত🧸ে নেমেছিলেন স্যাম কারান। বিশ্বমঞ্চে পাওয়া সুযোগটা বেশ স্মরণীয়ই করে রেখেছেন এই ইংলিশ। সবচেয়ে কম বয়সে ক্রিকেট বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েছেন কারান।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার🐼 কথা ছিল স্যাম কারানের। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে ইনজুরিতে পড়ায় ছিটকে যেতে হয়। অস্ট্রেলিয়ায় অবশ্য কোনো বাধার মুখোমুখি হতে হয়নি।
ফলে ইংলিশদের জার্সিতে নিজের সেরা ছন্দতেই খেলেছেন এই ক্রিকেটার। শুধু তাই নয়, সবচেয়ে কম বয়সে (২৪ বছর ১৬৩ দিন) আইসিসি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন। এই রেকর্൩ড গড়ার পথে পিছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও বিরাট কোহলি।
২০১৫ সালে তাসমান পা🔯ড়ের দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল ওয়ানডে বিশ্বকাপ। সেবার অজিদের শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন মিচেল স্টার্♔ক।
অজিদের শিরোপা জেতানোর নায়ক ২৫ বছর ২৮ ꦬদিন বয়সে নির্বাচিত হয়েছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। তার আগের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৫ বছর ১৫২ দিন বয়সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক বির♉াট কোহলি।