টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন﷽্ডে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার (১৯ অক্টোবর)𝓡 আয়ারল্যান্ডের মুখোমুখি স্কটল্যান্ড। হোবার্টের বেলেরিভ ওভালে বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়েছে।
ম্যাচে টস 🅺জিতে স্কটিশরা ব্যাটিং নিয়েছে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৬ র⛎ান করেছে তারা।
ইনিংসে রানের খাতা খুলতে না খুলতেই মাত্র ১ রানে প্রথম উইকেট হারায় স্কটল্যান্ড। জর্জ মুনসে এলবিডব্লিউ`র ফাঁদে পড়েন। তবে মাইকেল জোনস-ম্যাথিꦆউ ক্রস জুটি দলের সংগ্রহ বেশ ভালো অবস♏্থানে নিয়ে যেতে থাকেন। দলীয় ৬০ রানে ক্রস ২৮ রানে ফেরেন।
ইনিংসে লম্বা সময় জুটি বেধে স্কোরবোর্ডে রান বাড়ান জোনস- রিচি বেরিংটন জুটি। দলের ১৩৭ রানে অধিনায়ক ৩৭ রানে ফেরেন। দলকে শক্ত অবস্থানে পৌঁছে দিয়ে ১৭০ রানে আউট হন জোনস। তার ব্যাট থেকে আসে ৫৫ বলে ৮৬ রান। তার ইনিংস ছয়টি চার ও চারটি ছয়ে সাজানো। এছাড়া, মাইকেল লিস্কের ১৭ রানে ভর করে ৫ উইকেটে ১৭৬ রান করে স্ক𝐆টিশরা।