টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের শিরোপা𓄧 ঘরে তুলেছে ইংল্যান্ড। টুর্নামেন্টে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করতে বল হাতে বড় ভূমিকা রেখেছেন স্যাম কারান। ১৩ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হওয়া কারান নির্বাচি✤ত হয়েছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। প্রথমবারের মতো কোনো বোলার টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা নির্বাচিত হলেন।
২০০৭ সালে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন পাকিস্𝐆তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
পরের সবগুলো আসরেই ছিল ব্যাটারদের আধিপত্য। ব্যাটারই নিজেদের করে নিয়েছিলেন টুর্নামেন্ট সেরার পুরষ্কার। এর মধ্যে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি টানা দুইবার নির্বা♋চিত হয়েছিল টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।
২০১৪ সালে বাংলাদেশের মাটিতে ও ২০১৬ সালে ভারতের মাটিতে হওয়া টানা দꦗুই আসরের সেরা ক্রিকেটার ছিলেন বিরাট কোহলি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়েও ছিলেন কোহলি। ব্যাট হাতে করেছিলেন ২৯৬ রান। তবে শেষ পর্🐲যন্ত ফাইনালের দারুণ পারফর্মেন্স স্যাম কারানকে এনে দেয় টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার।
তাতেই প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কারান। টুর্নামেন্টের ♕সেমি-ফাইনাল পর্যন্ত ১০ উইকেট শিকার করা কারান ফাইনালে শিকার করেছিলেন ৩ উইকেট। তাতেইཧ ভেঙেছিল পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড। তাতেই ম্যাচ জয় অনেকটা সহজ হয় ইংল্যান্ডের জন্য।
🌃মেলবোর্নে দারুণ বোলিংয়ের কারণে কারান নিজের করে নেন ম্যাচসেরা পুরষ্কার। পাশাপাশি জিতে নেন টুর্নামেন্ট সেরার পুরষ্কারও।