• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শুক্রবার চায়নিজ তাইপের মুখোমুখি বাংলাদেশ নারী ফুটবল দল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩০, ২০২৪, ০২:১৩ পিএম
শুক্রবার চায়নিজ তাইপের মুখোমুখি বাংলাদেশ নারী ফুটবল দল
সাবিনারা এই উচ্ছ্বাস কতটুকু বজায় রাখতে পারবে শুক্রবার চায়নিজ তাইপে ম্যাচে, সেটাই এখন দেখার বিষয়। ছবি : সংগৃহীত

ফিফা র‌্যাঙ্কিংয়ে যেখানে চায়নিজ তাইপে ৪০ নম্বর স্থানে, সেখানে বাংলাদেশ ১৪০ নম্বরে। এতেই স্🌺পষ্ট দুই দলের শক্তির পার্থক্য। বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন, সহ-অধিনায়ক শিউলি আজিম এবং কোচ পিটার বাটলার তাই আসন্ন দুটি প্রীতি ম্যাচ✅ে বড় স্বপ্ন দেখছেন না। বরং শক্তিশালী চায়নিজ তাইপের কাছ থেকে কিছু শেখার চেষ্টাই বেশি।

বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার প্রথম প্রীতি ম্𝐆যাচে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় প্রীতি ম্যাচটি একই ভেন্যুতে গড়াবে ৩ জুন। দুটি ম্যাচই শুরু হবে বিকেল ৫টা ৪৫ মিনিটে।

ইনজুরিতে রয়েছেন দলের নির্ভরযোগ্য ♔মিডফিল্ডার মারিয়া মান্দা, রুপনা চাকমা। চোট কাটিয়ে উঠেছেন কৃষ্ণা রানী সরকার।

সাবিনা, রুপনা দলে থাকলেও ඣকৃষ্ণা ও মারিয়ার ঠাঁই হয়নি ২৩ জনের দলে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার বলেন, ‘যতটুকু সময় পেয়েছি সেটা কার্যকরভাবে কাজে লা🌳গানোর চেষ্টা করেছি আমরা। একই সাথে, আমি নতুনদের সুযোগ দিতে চাই, তারা যেন নির্ভার থাকতে পারে। ইনজুরি নিয়ে আহাজারি করতে চাই না। এটা ফুটবলের অংশ। প্লেয়াররা চোট পাবে, আমাদের এগিয়ে যেতে হবে।’

অধিনায়ক সাবিনা বলেন, ‘শেষ দুই বছরে আমরা সাফ চ্যাম্প✤িয়নশিপ, অলিম্পিক কোয়ালিফাই মিলিয়ে বেশ কিছু ম্যাচ খেলেছি। মনে হয়, শক্তিশালী দলের বিপক্ষেই খেলা হয়েছে। মনে হয়, চায়নিজ তাইপের বিপক্ষে দুটি ম্যাচও কঠিন হবে। সময়টা এখন শক্তিশালী দলের বিপক্ষে খেলার। ফল যায় হোক, সেটা পরের বিষয়। শক্তিশালী দলের বিপক্ষে খেললে মেয়েরা বুঝতে পারবে কীভাবে নিজেদের আরও উন্নতি করা যায়।’

সহ-অধিনায়ক শিউলি আজিম অল𒅌্প কথায় বুঝিয়ে দিলেন দলীয় লক্ষ্য, ‘চায়নিজ তাইপে অনেক ভালো দল। আমাদের লক্ষ্য থাকবে ওদের থেকে অভিজ্ঞতা অর্জন করা এবং শেখা। চেষ্টা করব দেশকে যেন ভালো কিছু উপহার দেওয়া যায়।’

 

Link copied!