বাংলাদেশ ও আয়ারল্যান্ড তৃতীয় ও শেষ ওয়ানডে ম্ꦐযাচে মাঠে নেমেছে। ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে আয়ারল্যান্ড।
এই ম্যাচে বাংলাদেশ দলে তিন পরিবর্তন। সাকিব আল হাসান চোটের কারণে বাইর𒊎ে। এছাড়া, শরিফুল ইসলাম এবং তাইজুল ইসলামের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন রনি 🔯তালুকদার, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং মোস্তাফিজুর রহমান। রনি ও মৃত্যুঞ্জয়ের এই ম্যাচের মাধ্যমে ওয়ানডে সংস্করণে অভিষেক হলো।
অভিষেক মඣ্যাচ রাঙাতে পারলেন না রনি। দলীয় মাত্র ১৮ রানেই উইকেট হারায় বাংলাদেশ। তামিম ইকবাল ও রনি তালুকদার জুটি ভাঙে। রনি ১৪ বল মোকাবেলায় মাত্র ৪ রান করে ফেরত যান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ১ উই෴কেট হারিয়ে ৩꧅৬ রান নিয়ে ব্যাট করছে।