ফরাসি ক্লাবে দুই মৌসুম কাটানোর পর পিএসজি ছাড়বেন সার্জিও রামোস। দুই বছর আগে পিএসজিতে যোগ দেন রামোস।
চুক্🌺তির মেয়াদ শেষ হওয়ার কারণে ক্লাব ছেড়েছেন। তিনি লিওনেল মেসির সাথে সাথে একই সময়ে ক্লাব থেকে বিদায় নিচ্ছেন।
৩৭ বছর বয়সী রামোস ২০২১ সালে রিয়াল মাদ্রিদ থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন এবং সব প্রতিযোগিতায মিলিয়ে ৫৭টি ম্যাচে উপস্থিত ছিলেন। তিনি দুইবারের লিগ ১ চ্যাম্পিয়ন হিসেবে বিদায় নেবেন। তবেꦗ ফরাসি ক্লাবকে তাদের চ্যাম্পিয়ন্স লিগ জয়💙ের লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারেনি। আজ শনিবার (৩ জুন) ক্লারমন্টের বিপক্ষে ম্যাচই রামোসের শেষ ম্যাচ।
এক ꦅইনস্টাগ্রাম পোস্টে রামোস ﷽বিদায় সম্পর্কে লিখেছেন, "আগামীকাল একটি বিশেষ দিন, আগামীকাল আমি আমার জীবনের আরেকটি পর্যায়কে বিদায় জানাব। বিদায় পিএসজি।"
শনিবার মৌসুমের শেষ লিগ ১ ম্যাচে ক্লারমন্টের বিপক্ষে লড়াই করার সময় স্প্যানিয়ার্ড পিএসজি সমর্থকদের বিদায𒉰় জানানোর সুযোগ পা💞বেন। তারপরে তিনি সৌদি আরব যেতে পারেন।বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন যে, ক্লাবগুলো ইতিমধ্যেই তার সাথে যোগাযোগ করেছে।