ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের 🎶জন্য প্রয়োজন ২৪৯ রান। আর ইংল্যান্ডের প্রয়োজন ১০ উইকেট। কিন্তু এই সমীকরণে বাধ সাধতে পারে বেরসিক বৃষ্টি। এর আগে চতুর্থ দিনের পুরো খেলাও শেষ হতে পারেনি বৃষ্টির বাধায়। তাই শঙ্কা থেকে যাচ্ছে, পঞ্চম দিনেও হানা দ꧒িতে পারে বৈরি পরিবেশ।
এই ম্যাচের মধ্য দিয়ে ক্যারি꧂য়ারের ইতি টানবেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। তিনি অবশ্যই চাইবেন ক্যারিয়ারের শেষ ম্যাচ জয় দিয়ে রাঙিয়ে নিতে। তাই ওভালে শেষ দিন হতে যাচ্ছে রোমাঞ্চকর। ಞব্রড প্রথম ইনিংসে ২ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে তিনি ৬ ওভার বল করে ১৫ রান দিয়ে আছেন উইকেট শূন্য।
অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচে ইংলিশদের দেওয়া ৩৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে অস্ট্রে😼লিয়া। তাদের দুই ওপেনার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারা চতুর্থ দিন শাসন করেছেন ইংলিশ বোলারদের। ব্রড-অ্যান্ডরসনরা তাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেননি।
ইংল্যান্ড ৯ উইকেট হারিয়ে ৩৮৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে। ক্যারিয়ারের শেষবারের মত ব্যাট হাতে মাঠে নামেন ব💞্রড। তার সঙ্গী ছিলেন জিমি অ্যান্ডরসন। ব্যক্তিগত ৮ রান নিয়ে অ্যান্ডরসন এবং অন্য প্রান্তে ২ রানে নিয়ে ব্রড ক্রিজে আসেন। তারা বেশিক্ষণ টিকতে পারেননি। ফলে ৩৯৫ রানে থ্রি লায়নসদের ইনিংস থেমে যায়। পঞ্চম ম্যাচ জিততে অজিদের সামনে ৩৮৪ রানের টার্গেট দাঁড়ায়।
অস্ট্রেলিয়ার দুই ওপেনার ব্যাটিংয়ে নেমে দাপট দেখাতে শুরু করে। তাদের দাপুটে ব্যাটিং👍 দেখে অজি দর্শকরা জয়ের স্বপ্ন দেখছিলো। এই জয় তাদের কাছে ভিন্নমাত্রা বয়ে আনবে। পঞ্চম ম্যাচ জয় পেলেই অ্যাশেজের ২২ বছরের ইতিহাস ভেঙে ফেলবে তারা। কারণ ২০০১ সালের পর ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজ জিতে পারেনি। এবারের অ্যাশেজ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে প্যাট কামিন্সরা।
খাজা,﷽ ওয়ার্নাদের সামনে চতুর্থ দিনে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। এইদিন খেলা হয়েছে মাত্র ৪০ ওভার। খেলা শেষ হওয়ার আগেই বিনা উইকেট হারিয়ে ১৩৫ রান জড়ো করে অস্ট্রেলিয়া। উসমান খাজা ১৩০ বলে ৬৯ রান এবং ডেভিড ওয়ার্নার ৯৯ বলে ৫৮ রান নিয়ে অপরাজিত রয়েছেন।