• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এমবাপের নৈপুণ্যে পিএসজির জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৪, ০২:০৮ পিএম
এমবাপের নৈপুণ্যে পিএসজির জয়
জয়ের নায়ক এমবাপেকে নিয়ে পিএসজি সতীর্থদের উল্লাস। ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপের দল লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি ফ্রান্স কাপ ফুটবলে বড় জয় পেয়েছে। এমবাপের জোড়াꦿ গোল আর জোড়া অ্যাসিস্টে অরলিনসকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শেষ ষোলেতে জায়গা করে নিয়েছে তারা।

শ🌊নিরার রাতে ফেঞ্চ কাপের ৩২ রাউন্ডের খেলায় মুখোমুখি হয় পিএসজি ও অরলিনস। ম্যাচের ১৬ মিনিটেই প্রথম গোল করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা এমবাপে। দ্বিত🌌ীয় গোলটি তিনি করেন ৬৩ মিনিটে। তবে এই গোলটি এমবাপে করেছেন পেনাল্টি শটে।

ম্যাচটিতে জোড়া গোল করে পিএসজির হয়ে রেকর্ড ২৪০ গোলের মাইলফলকে পৌঁছে গেলেন এমবাপে। চলতি মৌসুমে ২৬ ম্যা🐓চে ২৮ গোল করেছেন ২৫ বছর বয়সী এই ফরাসি তারকা। নিজের রেকর্ড ও দলকে ২- ০ গোলে এগিয়ে দেওয়ার পর এবার অন্যদের দিয়ে গোল করাতে লাগলেন এই ফরাসি তারকা।

ম্যাচের ৭২ মিনিটে প্রথম অ্যাসিস্টে গ্যানচেলো রামোসকে দিয়ে গোল করান তিনি। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। পিএসজির দাপটের দিনে একটি গোল পেয়েছে অরলিনসও। ম্যাচের ৮৬ মিনিটে গোল করে ব্যবধান কমান অরলিনসের নিকোলাস সেইন্ট রাফ। এর মাত্র ২ মিনিট পর আবারও এমবাপের অ্যাসিস্ট। এবার গোল করলেন সেনি মায়উলো। 
 

Link copied!