বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছিলো রিয়াল মাদ্রিদে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। তবে আরেক দফা গুঞ্জন উঠেছে এমবাপ্পের রিয়ালে দল বদল💞ের ব্যাপারে।𒁃 ফরাসি সংবাদমাধ্যম `পিএসজি কমিউনিটি` জানিয়েছে, পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদ যাচ্ছেন এমবাপ্পে। ফরাসি এই তারকাকে দলে টানতে ২৫০ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ।
প্রতিবেদনে বলা হয়েছে, পিএসজি ও রিয়াল মাদ্রিদ ২৫০ মিলিয়ন ইউরোতে রাজি হয়েছে। যা ২০১৭ সালে ন🐬েইমারের রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ট্রান্সফার ফি হতে যাচ্ছে। নেইমার বার্সেলোনা থেকে পিএসজিতে ২২২ মিলিয়ন ইউরোতে এসেছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পিএসজির মালিক💟 ও রিয়াল মাদ্রিদের কর্মকর্তারা বুধবার আলোচনায় বসেন। এমবাপ্পের চুক্তির বিষয়ে পিএসজির মালিক কাতারের আমির তামিম বিন হামাদ আল থান এবং রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরিন্তিনো পেরেজ সম্মত হয়েছেন।
২০২৪ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি রয়েছে। এরপর ফ্রি এজেন্ট হিসেবে দল ছাড়তে চেয়েছিলেন ফরাসি💜 তারকা। দল ছাড়ার ব্যাপ্যারে একটি `চিঠি` ফাঁসের পর এমবাপ্পে বলেছিলেন, পিএসজি আমার একমাত্র অপশন। এরমধ্যে দল বদলের গুঞ্জন।