নারী ইমার্জিং🥃 এশিয়া কাপ পড়েছে বৃষ্টির কবলে। টানা ৮ ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। সেমিফাইনালের দুই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তান ও ভারত-শ্রীলঙ্কার।
হংকংয়ে সেমিফাইনালের দুই ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। তবে বৃষ্টির কারণে হয়নি টসও। আগামী কাল মঙ্গলবার সেমিফাইনালের দুই ম্যাচই মা꧂ঠে গড়াবে।
বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করে মালয়েশিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে। পরের দুই ম্যাচ শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ছিল। বৃষ্টি বাধায় ম্যাচ খেলতে পারেনি টাইগ্রেসরা। রানরেটে এগিয়ে `বি` গ্রুপের শীর্ষ স্থান লাভ করে বাংলাদেশ। লঙ্কানরা হয় গ্রুপে দ্ব🎃িতীয়। গ্রুপ `এ` থেকে ভারত ও পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করে। এই গ্রুপেরও দুইটি করে ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। তবে রানরেটে এগিয়ে থাকা ভারত গ্রুপের শীর্ষস্থান দখল করে, পাকিস্তান হয় দ্বিতীয়।
আগামী বুধবার মাঠে গ𒉰ড়াবে ꦏনারীদের এই টুর্নামেন্টের ফাইনাল।