• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এবার পেনাল্টি মিস হাকিমির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৪, ০২:১০ পিএম
এবার পেনাল্টি মিস হাকিমির
মরক্কোর বিদায়ের পর হাকিমিকে সান্ত্বনা দিচ্ছেন আমিনে হারিত। এএফপি

কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় চমক ছিল মরক্কো। আর আশরাফ হাকিমি-হাকিম জিয়েশদের দেশটি সবাইক♐ে অবাক করে পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে। নজরকাড়া সেই পারফরম্যান্সের ধারা বিশ্বকাপের পরও ধরে রেখেছি👍ল তারা। এবার আফ্রিকান কাপ অব নেশনসেও অন্যতম ফেবারিট ছিল মরক্কো। দলে শক্তি, সামর্থ্য কিংবা তারকার অভাবও ছিল না।

মরক্কোর বিদায়ের রাতটি সবচেয়ে বিভীষিকাময় ছিল দেশটির সবচেয়ে বড় তারকা আশরাফ হাকিমির জন্য। ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টিতে গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হন এই ডিফেন্ডার। গোলটি করতে পারলে তখনই সমতায় ফিরতে পারত মরক্কো। 
এ ছাড়া একই রাতে ༺লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন ম্যানচেস্ট💧ার ইউনাইটেড তারকা সোফিয়ান আমারবাতও।

কিন্তু অঘটনের শিকার൩ হয়ে নেশনস কাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে মরক্কো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মরক্কো হেরেছে ২-০ গোলে। বিশ্বকাপের পর থেকে খেলা ১৩ ম্যাচের মাত্র ২টিত♍ে হেরেছে মরক্কো। দুটি ম্যাচই তারা হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শেষ ষোলোয় দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয়ার্ধে গোল দুটি করেছেন এভিডেন্স মাকগোপা ও তেবোহো মোকোয়েনা।

Link copied!