• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৪, ২১ ভাদ্র ১৪৩১, ৩০ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বর্ণবাদমুক্ত না হলে স্পেনে বিশ্বকাপ নয়: ভিনিসিয়ুস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪, ০৮:০৬ এএম
বর্ণবাদমুক্ত না হলে স্পেনে বিশ্বকাপ নয়: ভিনিসিয়ুস
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: সংগৃহীত

ব্রাজিলের ফুটবল তারকা ভিনিসিয়ুস জুনিয়র বলেছেন, বর্ণবাদী আচরণ বন꧅্ধ না হলে স্পেন থেক♚ে বিশ্বকাপ ফুটবলের ২০৩০ সালের আসর সরিয়ে নেওয়া দরকার। 

ঐ বিশ্বকাপ পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে আয়োজন করার কথা স্পেনের। রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস তার ফুটবল ক্যারিয়ারে বহুবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। যার বেশিরভাগই ছিল স্পেনে। গত বছরেও তিনি ভ্যালেন্সিয়ꦑার মাঠে লা লিগার এক ম্যাচ চলাকালে বর্ণবাদী আচরণের শিকার হন। ঐ ঘটনায় কয়েকজন দর্শকের শাস্তি হয়েছিল। কিন্তু তাতেও ঐ আচরণ বন্ধ হয়নি। শুধু ভ্যালেন্সিয়ার মাঠই নয়, বার্সেলোনা, আটলেটিকো মাদ্রিদসহ বিভিন্ন দলের মাঠে নিয়মিতভাবে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিয়ুসসহ অনেকেই। 

ভিনিসিয়ুস বলেন, ‍‍‘বিশ্বকাপ অনুষ൲্ঠিত হতে এখনো ছয় বছর বাকি রয়েছে। কঠিন আই🦂ন করে এইসব বন্ধ করা দরকার। আচরণের পরিবর্তন না হলে ফিফার উচিত হবে, স্পেন থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়া।‍‍’ 

তবে ভিনিসিয়ুস বলেন, ‍‍‘বর্ণবাদী আচরণ করেন, এমন লোকের সংখ্যা খুবই কম। আমি স্পেনকে &nꦗbsp;ভালোবাসি। এখানে পরিবার নিয়ে আমি অনেক ভালো আছি। স্পেন একটি সুন্দর দেশ। কি💞ন্তু সামান্য কিছু মানুষের জন্য পুরো স্পেনই কলঙ্কিত হচ্ছে।‍‍’ 

২০১৮ সালে ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদে যোগ দেন।🐲 এ পর্যন্ত তিনটি লিগ ও দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তিনি।

Link copied!