• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কাতার বিশ্বকাপ

মেসি নয়, এমবাপের প্রাপ্য ছিল গোল্ডেন বল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ০১:২৬ পিএম
মেসি নয়, এমবাপের প্রাপ্য ছিল গোল্ডেন বল

কাতার বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। সাত গোলের সঙ্গে তিন অ্যাসিস্টে ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে বি🅘শ্বকাপ জিতিয়েছেন তিনি।

পুরো আসরে অনবদ্য পারফর্ম করায় বিশ্বকাপে𓂃র সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে মꦿেসির হাতে। অন্যদিকে ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপেও আসরে জুড়ে দুর্দান্ত খেলেছেন।

ফাইনালের আগ পর্যন্ত মেসি ও এমবাপের গোল ছিল পাঁচটি করে। ফাইনালে মেসির জোড়া গোলের বি🔥পরীতে হ্যাটট্রিক করে গোল্ডেন বুট অর্থাৎ সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন এমবাপে।

তবে ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদো নাজারিও বলছেন, এবারের বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কারও এমবাপের প্রাপ্য ছি♔ল🧸।

রোন🅷ালদো বলেন, “ফাইনালে সে (এমবাপে) অসাধারণ খেলেছে। ৪টি গোল করেছে, টাইব্রেকারের গোলটিও হিসাবে নেব। সে বলতে গেলে অপ্রতিরোধ্য ছিল। তাকে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া উচিত ছিল। কারণ, সব দিক থেকেই এটা তার প্রাপ্য।’

পুরো বিশ্বকাপেই এমবাপেতেই বেশি মুগ্ধ হয়🗹েছেন বলে জানান রো𒆙ণালদো। গোল না করলেও এমবাপে ভালো খেলেছেন বলে মনে করেন তিনি।

“আমাকে বেশি মুগ্ধ করেছে কিলিয়ান এমবাপ্পে। দুর্দান্ত বিশ্বকাপ কেটেছে তার, প্রথম ম্যাচ থেকে ফাইনাল পর্যꦅন্ত। এমনকি সে যে ম্যাচে গোল করেনি, সেগুলোতেও ভালো খেলেছে” যোগ করেন রোনালদো।

Link copied!