কাতার বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে ছিলেন আর্জেন্টি🏅না অধিনায়ক লিওনেল মেসি। সাত গোলের সঙ্গে তিন অ্যাসিস্টে ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি।
পুরো আসরে অনবদ্য পারফর্ম করায় বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারও 🅰উঠেছে মেসির হাতে। অন্যদিকে ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপেও আসরে জুড়ে দুর্দান্ত খেলেছেন।
ফাইনালের আগ পর্যন্ত মౠেসি ও এমবাপের গোল ছিল পাঁচটি করে। ফাইনালে মেসির জোড়া গোলের বিপরীতে হ্যাটট্রিক করে গোল্ডেন বুট অর্থাৎ সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন এমবাপে।
তবে ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদো নাজারিও বলছেন, এবারের বিশ্বকাপের সেরা ফুটবলারেꦆর পুরস্কারও এমবাপের প্রাপ্য ছিল।
রোনালদো বℱলেন, “ফাইনালে সে (এমবাপে) অসাধারণ খেলেছে। ৪টি গোল করেছে, টাইব্রেকারের গোলটিও হিসাবে নেব। সে বলতে গেলে অপ্রতিরোধ্য ছিল। তাকে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া উচিত ছিল। কারণ, সব দিক থেকেই এটা তার প্রাপ্য।’
পুরো বিশ্বকাপেই এমবাপেতেই বেশি মুগ্ধ হয়েছেন বলে জানান রোণালদো।💫 গোল না করলেও এমবাপে ভালো খেলেছেন বলে মনে করেন তিনি।
“আমাকে বেশি মুগ্ধ করেছে কিলিয়ান এমবাপ্পে। দুর্দান্ত বিশ্বকাপ কেটেছে তার, প্রথম ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত। এমনকি সে যে ম্যাচে🔯 গোল করেনি, সেগুলোতেও ভালো খেলেছে” যোগ করেন রোনালদো।