শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে তাসমান পাড়ের দেশ নিউজিল্যান্ড। দুই স🥃িরিজকে সামনে রাখে একসাথেই দল ঘোষণা করেছে কিউইরা। ১৫ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন ৫ জন স্পিনার। সফরে আফগানিস্তানের বিপক্ষে একটি এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচ খেলবে কিউই🐲রা।
দলে খুব একটা চমক নেই টেস্ট স্কোয়াডে। দলে অধিনায়ক যথারীতি টিম সাউদি। স্পিন বোলিং অপশন হিসেবে দলে আছেন পাঁচজন। তিন বিশেষজ্ঞ স্পিনার মিচ🐼েল স্যান্টনার, অ্যাজাজ প্যাটেল, মাইকেল ব্রেসওয়েলের সাথে পার্ট টাইম স্পিনার রাচিন রবীন্দ্ꦕর, গ্লেন ফিলিপসরা থাকছেন।
পেসারদের মধ্যে অধিনায়ক সাউদি ছাড়াও 🧸আছেন ম্যাট হেনরি, বেন সিয়ার্স এবং উইলিয়াম ও’রউর।
ব্যাটারদের মধ্যে ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, 🐼রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপসদের মত তারকারা রয়েছেন। টম ব্লান্ডেল এবং টম ল্যাথাম থাকছেন উইকেটকিপিং অপশন হিসেবে।
আগামী ৯ সেপ্টেম্বর ভারতের নয়দায় মাঠে গড়াবে🌄 আফগানিস্তান ও নিউজিল্যান্ডের একমাত্র টেস্ট। ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট এবং ২৬ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে সফরকারীদের।
নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম ল্যাথাম 💛(সহ-অধিনায়ক🌠), ড্যারিল মিচেল, উইল ও’রউরকে, অ্যাজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।