• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নতুন ইতিহাস নাকি প্রত্যাবর্তনের গল্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৪, ০৭:০৯ পিএম
নতুন ইতিহাস নাকি প্রত্যাবর্তনের গল্প
ছবি: প্রতীকী

ইংল্যান্ডের শীর্ষ ঘরোয়া ফুটবল আসর প্রিমিয়ার লিগের  জমজমাট মৌসুম শেষ হচ্ছে রোববার রাতে। ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে দুই শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।🎃 এর মধ্যে লিগে নতুন ইতিহাস গড়ার পথে সিটিজেনরা। আর গানারদের সামনে রয়েছে প্রত্যাবর্তনে🅰র গল্প লেখার সুযোগ।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্টহ্যামের মুখোমুখি হবে ম্যানসিটি। এই ম্যাচ জিতলেই তারা টানা চার লিগ জেতার ন💎তুন ইতিহাস গড়বে। অন্যদিকে আর্সেনাল ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে খেলবে এভ♐ারটনের বিপক্ষে। সিটির চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে থাকা আর্সেনাল জিতলে ২০০৪ সালের পর প্রথমবার লিগ শিরোপা ঘরে তুলবে। তবে এজন্য ম্যানসিটিকে নিজেদের ম্যাচে হারতে হবে। দুটি ম্যাচই রাত ৯টায় শুরু হবে। 

গার্দিওলার শিষ্যরা যদি ড্র করে এবং আর্সেনাল জিতে যায়, তাহলে কী হবে? সেক্ষেত্রে দুই দলেরই পয়েন্ট হবে সমান ৮৯। তখন গোল ব্ꦑযবধানে এগিয়ে থাকা দলের হাতে উঠবে শিরোপা। এখন পর্যন্ত সিটির (+৬০) চেয়ে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে আর্সেনাল (+৬১)। 

মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে সিটি কোচ গার্দিওলা বলেন, ‘ভাগ্য এখন আমাদের হাতে, কিন্তু যদি ভেবে থাকেন তারা (আর্সেনাল) পয়েন্ট খোয়াব𒊎ে, তাহলে ভুল ভাবছেন। যদি ভেবে থাকেন এভারটন কিছু করে দেখাবে, সেটাও ভুলে যান। ꦉআমি পুরো মৌসুমজুড়ে আর্সেনালকে দেখেছি। আমাদের পুরো মনোযোগ ওয়েস্টহ্যাম ম্যাচের দিকে। এর বাইরে অন্য কিছু নিয়েই ভাবছি না।’

অন্য♔দিকে আর্সেনালের কোচ মিকেল আর্তেতা বলেন, ‘জাদু শুরু হয়ে গেছে কারণ সকল ফুটবলপ্রেমী চার লড়াইটা শেষ ম্যাচ পর্যন্ত যাক। দুই দল বিশ্বের সবচেয়ে সেরা লিগের শিরোপা জন্য শেষ মুহূর্ত লড়বে, এটাই তো সবাই চাই। এ ꦏকারণেই এটা বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ। অনেক ব্যাপার আছে যা সবকিছু দ্রুত বদলে দিতে পারে, কিন্তু এটা করে দেখাতে পারলে অসাধারণ কিছু হবে।’

 

Link copied!