মালদ্বীপের বিপক্ষে ১২ ও ১৭ অক্টোবর ২০২৬ বিশ্বকাপের প্রাক-বাছাইয়ের দুইটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা প্রথমধাপে ১২ জনের নাম ঘোষণা করেছে। কাবরেরার সেই দলে জায়গা হয়নি মদকাণ্ডে অভিযুক্ত ফুটবলারদের। মদ বহনের অভিযোগে ক্লা✨ব থেকে সা✤ময়িক বহিষ্কৃত তপু বর্মন, মোরসালিন, রিমন, জিকো জাতীয় দলে ডাক পাননি। অভিযুক্ত আরেক ফুটবলার সবুজ জাতীয় দলে অনিয়মিত সদস্য। ক্লাবের পর এবার তাদের জন্য জাতীয় দলের দরজাও বন্ধ হয়ে গেল।
বিশ্বকাপের প্রাক-বাছাইয়ের জন্য আংশিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ। বসুন্ধরা কিংসের বাইরে ১৫ 🐓ফুটবলার নিয়ে অনুশীলন শুরু করেন তিনি। বসুন্ধরা কিংসের এএফসি কাপের ম্যাচের পর খেলোয়াড়দের জাতীয় দলে ডাকার কথা ছিল তার। এরমধ্যে মদকাণ্ড ঘটে যাওয়ায় তাদেরকে বাদ দিয়ে মালদ্বীপের বিপক্ষে প্রাক-প্রস্তুতি ম্যাচের জন্য দলকে তৈরি ক🎉রছেন হাভিয়ের।
এই ম্যা♌চের আগে জাতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন ফুটবলার ছাড়া বাংলাদেশ দল বেশ ঝুঁকির মধ্যে থাকবে। মালদ্বীপ বাধা পার হতে না পারলে বাংলাদেশ বিশ্বকাপ বাছাই খেলতে পারবে না। এছাড়াও আগামী দে𝓰ড় বছরের বেশি সময় ফিফা ফ্রেন্ডলি ম্যাচ ছাড়া আর কোনো খেলার সুযোগ থাকবে না লাল সবুজ প্রতিনিধিদের।
জাতীয় দলে ডাক পাওয়া খেলোয়াড়েরা হলেন :
মেহেদী হাসান শ্রাবণ, বিশ্বনাথ ঘোষ, তারিক রহমান কাজী, তাজ উদ্দিন, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মজিব🎀র রহমান জনি, রাকিব হোসেন, মতিন মিয়া, আমিনুর রহমান সজীব, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম🎶।