টি-টোয়েন্টি বিশ্বকাপ চমক দিয়ে শুরু করেছে নামিবিয়া। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই হারিয়ে ꦡদিয়েছে এশিয়ার শিরোপাধারী শ্রীღলঙ্কাকে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। অবশ্য ডাচরাও তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। এই দুই দলের ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে নামিবিয়া।
অস্ট্রেলিয়ার জিলং শহরের কারদিনিয়া ওভাল পার্কে বাংলাদেশ সময় সকাল ১ไ০টায় শুরু হবে নামিবিয়া- নেদারল্যান্ডস ম্যাচটি।
প্রথম ম্যাচে সফল হওয়༒া দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। মূল পর্বে খেলা নিশ্চিত করতে উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচটি। প্রথম ম্যাচে নামিবিয়া শ্রীলঙ্কাকে হারিয়েছে ৫৫ রানে। অন্যদিকে,♍ ডাচরা সংযুক্ত আরব আমিরাতকে ৪ উইকেটে হারিয়েছে।
নামিবিয়া একাদশঃ
ডিভান লা কক, মাইকেল ফন লিংগেন, স্টিফেন বার্ড, নিকোল লফটি ইটন, জেরার্ড এরাসমাস (অধিনায়ক), ইয়ান ফ্রাইলিংক, জোহানেস জোনাথন (জেজে) স্মিথ, ডেভিড ওয়াইজ, জ্যান গ্রিন, বার্নার্ড স্কল🧸টজ ༺ও বেন শিকোঙ্গো।
নেদারল্যান্ডস একাদশঃ
ম্যাক্স ও’দৌদ, বিক্রম সিং,ব্যাস ডি লিডি, টম কুপার, কলিন অ্যাকেরম্যান, স্কট এডওয়ার্ডস (অধিন♕ায়ক), রিওলফ ভ্যান ডার মারউই, টিম প্রিঙ্গল, লগান ভ্যান ভিক, ফ্রেড ক্লাসেন ও পল ভ্যান মিকেরেন।