আইপিএলের পরের ম্যাচেই বাংলাদেশের বোলিং তারকা মোস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে বিশেষ এক ক্যাপে। চেন্নাইয়ের হলুদ নয়, ফিজের মাথায় থাকতে পারে বেগুনি রঙের বিশেষ এই টুপি। নিজের প্রথম ম্যাচে অনন্য পারফরম্যান্সের সুবাদে ফিজের মাথায় উঠতে পারে ✃সর্বোচ্চ উইকেটশিকারীর এই স্মারক ক্যাপ।
আইপিএলের ১০ দলই নিজেদের প্রথম ম্যাচ শেষ করেছে। এরইসঙ্গে শুরু হয়েছে অরেঞ্জ এবং পার্পল ক্যাপের হিসাব। অরেঞ্জ বা কমলা রঙের ক্যাপ বরাদ্দ সর্বোচ্চ রান সংগ্রাহকের জন্য। আর পার্পল ক্যাপ পাচ্ছেন সর্বোচ্✤চ উইকেটশিকারী। এই হিসেবে ৪ উইকেট পাওয়া বাংলাদেশি পেসার মোস্তাফিজ ইতোমধ্যে একটি ক্যাপ পেয়েছেন।
একটি করে ম্যাচ শেষে রানের দিক থেকে সবার সামনে রয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সানজু স্যামসন। ৮✅২ রান করে তিনি অরেঞ্জ বা কমলা ক্যাপের দখল নিয়েছেন। তবে পরবর্তী কোনো ম্যাচে কেউ এই রান টপকাতে পারলে অরেঞ্জ ক্যাপটি চলে যাবে তার দখলে।
চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচেই ৪ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। এর🍬পরে আর কেউ সেটিকে টপকাতে পারেননি। ফলে পার্পেল বা বেগুনি ক্যাপ আপাতত আছে ফিজের ক🗹াছেই।
🔯সোমবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-পাঞ্জাব কিংস ম্যাচে কেউ উইকেট সংখ্যায় মোস্তাফিজকে টপকাতে প🎶ারলে পার্পেল ক্যাপ তার দখলে যাবে। তা না হলে অবশ্য পরের ম্যাচে ব্যতিক্রমী এই ক্যাপ পরে মাঠে নামবেন বাংলাদেশি পেসার।
টুর্নামেন্টের শে🃏ষ পর্যন্ত যারা এই ক্যাপ দুটি দখলে রাখতে পারবেন, তাদের হাতে উঠবে পদক ও প্রাইজমানি।
আরসিবির বিপক্ষে ৬ উইকেটের বড় ব্যবধানে জয়ের পর মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে চেন্নাই। এই ম্যাচটিও মাঠে গড়াচ্ছে চেন্নাইয়ের ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে। পাথিরানার খেলা নিয়ে চেন্নাই এখনো কিছু নিশ্চিত না করলেও এই ম্যাচেও মোস্তাফিজের খেলার সম্ভাবনা অনেকটাই বেশি।