এশিয়া কাপে বৃহস্পতিবার (৩১ আগস্ট) প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ম্যাচটি শুরু হবে পাল্লেকেলেতে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে। ম্যাচের আগে টাইগার দলের জন্য একটি দুঃসংবাদ রয়েছে। লঙ্কানদের বিপক্ষে ম🗹ূল একাদশে না-ও দেখা যেতে পারে বাঁ হাতি পেসার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। সংবাদমাধ্যম ক্রিকইনফো তাদের ম্যাচ প্রিভিউতে জানিয়েছে, মোস্তাফিজ হাঁটুতে সামান্য ব্যথা অনুভব করছেন। তাই তাকে বিশ্রামে রেখে মাঠে নামতে পারেন সাকিবের দল।
ফিজ লঙ্কা▨নদের বিপক্ষে একাদশে না থাকলে টাইগারদের পেস আক্রমণে তাসকিন আহমেদ, হাসান মাহমুদের সঙ্গে দেখা যেতে পারে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। ইনজুরির কারণে এশিয়া কাপ শুরুর আগেই শেষꦚ হয়ে যায় পেসার এবাদত হোসাইনের। তার পরিবর্তে দলে ডাক পান তামজিম হাসান সাকিব।
এ🍸শিয়া কাপে মাঠের লড়াইয়ের আগে বাংলাদেশ দলের ক্রিকেটার একের পর এক ইনজুরিতে পড়ছেন। প্রথমে পিঠের ইনজুরিতে বাদ পড়েন তামিম ইকবাল। এরপর এবাদত হাঁটুর চোটের কারণে সবশেষ বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন।
আর টাইগার দলের সহ-অধিনায়ক লিটন দাস জ্বরের কারণে এশিয়া কাপ দ🔯ল থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এনামুল হক বিজয়কে। তিনি বুধবার এশিয়া কাপ খেলার উদ্দেশ্যে দেশ ছাড়েন। তাই তাকেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে না দেখার সম্ভ্যাবনাই বেশি। কারণ, ম্যাচের এক দিন আগে দলের সঙ্গে যোগ দিয়ে, পরের দিনের ম্যাচে মূল একাদশে নিশ্চয় রাখবে না দল নির্বাচকরা। তাই টাইগারদের হয়ে ওপেনিংয়ে দেখা যাচ্ছে একপ্রকার নিশ্চিত নাইম শেখ ও তামজিদ হাসান তামিমকে। এই ম্যাচের মধ্য দিয়ে ছোট🔯 তামিমের বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে। বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে দেখে নিন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী মি💯রাজ, তাসকিন আহমেদ, হাসান ♏মাহমুদ ও শরিফুল ইসলাম।